Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমানের জামালপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুজনের মৃত্যু


 

পূর্ব বর্ধমানের জামালপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুজনের মৃত্যু




Sangbad Prabhati, 23 December 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে চাঞ্চল্যকর ঘটনা। গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয়েছে দুজনের। রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে জামালপুরের তুরুক ময়না গ্রামে।

গ্রামবাসীরা জানিয়েছে, গত কয়েক মাস ধরে গ্রামে প্রায় গরু চুরির ঘটনা ঘটছিল। সম্প্রতি এলাকায় চারটি কুকুরকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, তাদের বিষ খাইয়ে মেরে দেওয়া হয়। সেই রাতেই তিনটি বাড়ি থেকে মোট পাঁচটি গরু চুরি হয়। এরপরই সজাগ হয়ে যায় গ্রামবাসীরা। গত রাতে রঞ্জিত ক্ষেত্রপাল নামে এক ব্যক্তির গোয়াল থেকে দুটি মোষ চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় তারা এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। চিৎকার চেঁচামেচিতে গোটা গ্রামের লোক ঘিরে ধরে ওই দুজনকে। তারা দৌড়ে পালাতে গিয়েও অবশেষে ধরা পড়ে ক্ষিপ্ত জনতার হাতে। চলে গণধোলাই। এরপর প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয় ওই দুজন। প্রায় দেড় ঘন্টা পুকুরে পড়ে থাকার পর আবার তুলে নিয়ে এসে মারধর করা হয় বলে জানা গেছে। এরপর পুলিশ এসে দুজনকে উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাদের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে এবং কিভাবে ঘটনাটা ঘটলো তা জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।