আত্মা প্রকল্পের উদ্যোগে মাছ ধরার জাল ও হাঁড়ি বিতরণ
Atanu Hazra
Sangbad Prabhati, 12 December 2023
Sangbad Prabhati, 12 December 2023
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে আত্মা প্রকল্পের উদ্যোগে ব্লক মৎস্য প্রাণী দপ্তরের পক্ষ থেকে ৬ জন মৎস্য চাষীর হাতে মাছ ধরার জন্য একটি জাল ও দুটি করে হাঁড়ি তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, মৎস্য কর্মাধ্যক্ষ সুনীল ধারা, দেবু হেমব্রম, তারক টুডু ও ব্লক মৎস্য দপ্তরের আধিকারিক অর্ণব কোয়েটা।
অর্ণব বাবু বলেন এর আগেও আত্মা প্রকল্প থেকে মৎস্য চাষীদের বিভিন্ন ভাবে সাহায্য করা হয়েছে। কোনো সময় মাছ, মাছের খাদ্য, মাছ চাষের প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। আজ ৬ জন উপভোক্তা কে দুটি করে হাঁড়ি ও একটি মাছ ধরার জাল তুলে দেওয়া হলো।