আত্মা প্রকল্পে কৃষকদের স্প্রে মেশিন বিতরণ
Sangbad Prabhati, 21 December 2023
অতনু হাজরা, জামালপুর : সারা বছর ধরেই আত্মা প্রকল্পের মাধ্যমে কোনো না কোনো ভাবে কৃষকদের, মৎস্য চাষীদের বা কখনো স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের সাহায্য করা হয়। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জামালপুরে ব্লক অফিস থেকে আত্মা প্রকল্পে কৃষি আধিকারিকের দপ্তর থেকে ব্লকের ১৩ টি অঞ্চলের ১৮ জন কৃষকের হাতে ব্যাটারি চালিত স্প্রে মেশিন তুলে দেওয়া হয়। এরই সাথে ১৮ জনের হাতে আলু চাষের ওষুধ হিসাবে ৫০০ মিলি করে লিকুইড নাইট্রোজেনও দেওয়া হয়। এগুলি উপভোক্তাদের হাতে তুলে দেন বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, ব্লক কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস সহ অন্যান্যরা। মেহেমুদ খান বলেন রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকপ্লের মাধ্যমে অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়ান। আজ এই স্প্রে মেশিন ও আলুর জন্য ওষুধ কৃষকদের কাজে আসবে। আত্মা প্রকল্পে এই অনুদান পেয়ে খুশি কৃষকরা।