Eastern Railway
বর্ধমান রেল স্টেশনে জলাধারের একাংশ ভেঙে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৫
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান রেল স্টেশনের ২ - ৩ নং প্ল্যাটফর্মের জলাধারের একাংশ ভেঙে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় প্লাটফর্মে থাকা আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে রয়েছেন মাফিজা খাতুন (৩৫), ক্রান্তি কুমার (১৭)। আরেক জনের পরিচয় জানা যায়নি।
বুধবার দুপুর ১২ টা নাগাদ হঠাৎই বহু পুরনো বর্ধমান রেল স্টেশনের ২-৩ নম্বর প্লাটফর্মের জলাধারটির একাংশ ভেঙে পড়েই বিপত্তি ঘটে। তবে ঘটনার পরপরই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলে। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি সামাল দিতে আরপিএফ, জিআরপি, বর্ধমান থানার পুলিশ, রেলের আধিকারিক সহ রেলের ইঞ্জিনিয়াররা ছুটে আসেন। এক ও দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল সম্পূর্ন বন্ধ হয়ে। কয়েক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে রেল দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান পূর্ব বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী ও জেলা পুলিশসুপার আমনদীপ। বিকেলে হাসপাতালে আহতদের দেখতে আসেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী।
এদিকে বর্ধমান রেলওয়ে স্টেশনের দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বর্ধমান দুর্গাপুর লোকসভার সাংসদ এস এস আহলুওয়ালিয়া সংসদ ভবনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর সাথে কথা বলে মৃত ব্যক্তিদের জন্য ৫ লাখ ক্ষতিপূরণ ও আহত ব্যক্তিদের সম্পূর্ণ চিকিৎসার খরচ বহন করার বিষয়ে নিশ্চিত করেছেন বলে এক অডিওবার্তায় জানিয়েছেন।