Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান রেল স্টেশনে জলাধারের একাংশ ভেঙে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৫


 

Eastern Railway

বর্ধমান রেল স্টেশনে জলাধারের একাংশ ভেঙে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৫



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান রেল স্টেশনের ২ - ৩ নং প্ল্যাটফর্মের জলাধারের একাংশ ভেঙে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় প্লাটফর্মে থাকা আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে রয়েছেন মাফিজা খাতুন (৩৫), ক্রান্তি কুমার (১৭)। আরেক জনের পরিচয় জানা যায়নি।

বুধবার দুপুর ১২ টা নাগাদ হঠাৎই বহু পুরনো বর্ধমান রেল স্টেশনের ২-৩ নম্বর প্লাটফর্মের জলাধারটির একাংশ ভেঙে পড়েই বিপত্তি ঘটে। তবে ঘটনার পরপরই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলে। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি সামাল দিতে আরপিএফ, জিআরপি, বর্ধমান থানার পুলিশ, রেলের আধিকারিক সহ রেলের ইঞ্জিনিয়াররা ছুটে আসেন। এক ও দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল সম্পূর্ন বন্ধ হয়ে। কয়েক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে রেল দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান পূর্ব বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী ও জেলা পুলিশসুপার আমনদীপ। বিকেলে হাসপাতালে আহতদের দেখতে আসেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী।

এদিকে বর্ধমান রেলওয়ে স্টেশনের দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বর্ধমান দুর্গাপুর লোকসভার সাংসদ এস এস আহলুওয়ালিয়া সংসদ ভবনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর সাথে কথা বলে মৃত ব্যক্তিদের জন্য ৫ লাখ ক্ষতিপূরণ ও আহত ব্যক্তিদের সম্পূর্ণ চিকিৎসার খরচ বহন করার বিষয়ে নিশ্চিত করেছেন বলে এক অডিওবার্তায় জানিয়েছেন।