Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আলু চাষীদের রাস্তা অবরোধ



 চাষীদের রাস্তা অবরোধ 



Sk Samsuddin
Sangbad Prabhati, 11 December 2023

সেখ সামসুদ্দিন, মেমারি : ঘুর্ণিঝড় মিগজাউম এর ফলে পূর্ব বর্ধমানে অসময়ের বৃষ্টিতে আলু চাষীদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়। আলু চাষিরা ক্ষতিপূরণের দাবিতে ও আলু বীজ সহ সারের কালোবাজারি বিরুদ্ধে প্রতিবাদ জানাতে
 মেমারি কাটোয়া রোড অবরোধ করে রাধাকান্তপুর বাজারে। মেমারি থানার গোপ গন্তার ২ অঞ্চলের রাধাকান্তপুর বাজারে রাস্তা অবরোধ করে আধঘন্টা বিক্ষোভ প্রদর্শন করে। 
তারা জানান বৃষ্টিতে সমস্ত আলুর জমি নষ্ট হয়ে গেছে। যার অপূরণীয় ক্ষতি সরকারের কাছে দাবি জানান আলু চাষের ক্ষতি পূরণ দিতে হবে, আলুর বিনা পয়সায় বীমাকরণ করতে হবে, সার সহ আলু বীজের কালোবাজারি রুখতে হবে ইত্যাদি দাবিতে চাষীদের সই সংগ্রহ করে এলাকার বিধায়ক, জেলা শাসক, মহকুমা শাসক, ভিডিও, পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত প্রধানের কাছে স্মারক লিপি জমা দিয়েছেন। এক মাসের মধ্যে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন এলাকার চাষীরা। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আধ ঘন্টার মধ্যেই রাস্তা অবরোধ উঠে যায়।