Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

আলু চাষীদের রাস্তা অবরোধ



 চাষীদের রাস্তা অবরোধ 



Sk Samsuddin
Sangbad Prabhati, 11 December 2023

সেখ সামসুদ্দিন, মেমারি : ঘুর্ণিঝড় মিগজাউম এর ফলে পূর্ব বর্ধমানে অসময়ের বৃষ্টিতে আলু চাষীদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়। আলু চাষিরা ক্ষতিপূরণের দাবিতে ও আলু বীজ সহ সারের কালোবাজারি বিরুদ্ধে প্রতিবাদ জানাতে
 মেমারি কাটোয়া রোড অবরোধ করে রাধাকান্তপুর বাজারে। মেমারি থানার গোপ গন্তার ২ অঞ্চলের রাধাকান্তপুর বাজারে রাস্তা অবরোধ করে আধঘন্টা বিক্ষোভ প্রদর্শন করে। 
তারা জানান বৃষ্টিতে সমস্ত আলুর জমি নষ্ট হয়ে গেছে। যার অপূরণীয় ক্ষতি সরকারের কাছে দাবি জানান আলু চাষের ক্ষতি পূরণ দিতে হবে, আলুর বিনা পয়সায় বীমাকরণ করতে হবে, সার সহ আলু বীজের কালোবাজারি রুখতে হবে ইত্যাদি দাবিতে চাষীদের সই সংগ্রহ করে এলাকার বিধায়ক, জেলা শাসক, মহকুমা শাসক, ভিডিও, পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত প্রধানের কাছে স্মারক লিপি জমা দিয়েছেন। এক মাসের মধ্যে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন এলাকার চাষীরা। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আধ ঘন্টার মধ্যেই রাস্তা অবরোধ উঠে যায়।