Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিশ্ব এডস দিবসে র‍্যালি ও সেমিনার


 

বিশ্ব এডস দিবসে র‍্যালি ও সেমিনার



Atanu Hazra
Sangbad Prabhati, 1 December 2023

অতনু হাজরা, জামালপুর : ১লা ডিসেম্বর সারা পৃথিবী জুড়ে পালন করা হচ্ছে বিশ্ব এডস দিবস। পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর মহাবিদ্যালয়ে বিশ্ব এডস দিবসে মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিট নানা অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম পর্বে কলেজের এন এস এস ইউনিটের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি র‍্যালি করা হয়।

 কলেজ থেকে সেই র‍্যালিটি যায় জামালপুর বাস স্ট্যান্ড পর্যন্ত। র‍্যালিতে পা মেলান সমস্ত অধ্যাপক ও অধ্যাপিকারা। সেখানে এডস রোগ সক্রান্ত বিভিন্ন সচেতনতামূলক পোস্টার ছিল ছাত্র ছাত্রীদের হাতে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে করা হয় একটি সেমিনার। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হুগলির রামমোহন মহাবিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডঃ দেবনারায়ন সাহা। ছিলেন জামালপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ড: শ্রাবন্তী বন্দোপাধ্যায়। দেবনারায়ন বাবু প্রজেক্টরের মাধ্যমে এডস রোগের খুঁটিনাটি ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরেন। 

কলেজের এন এস এস ইউনিটের দায়িত্ব প্রাপ্ত প্রফেসর সুদীপ চ্যাটার্জী দক্ষতার সঙ্গেই আজকের এই অনুষ্ঠান টি আয়োজন করেন। অধ্যক্ষা শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি এই কলেজে যোগদান করার পর থেকেই শুধু পড়াশুনা নয় সমস্ত বিষয়ের উপর তিনি জোর দিচ্ছেন যাতে এই গ্রামীণ এলাকার ছাত্র ছাত্রীরা তাদের জ্ঞান বুদ্ধি অনেকটাই বাড়াতে পারে। তিনি এর আগেও বেশ কয়েকটি সেমিনার তাঁর কলেজে করিয়েছেন। ছাত্র ছাত্রীদের মানোন্নয়নই তাঁর লক্ষ্য। তিনি রামমোহন কলেজের অধ্যাপক দেবনারায়ন সাহা সহ সুদীপ চ্যআটআর্জঈ কে ধন্যবাদ জানান।