Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নসরতপুর উৎসব : বিশ্ব এডস্ দিবসে রক্তদান শিবির


 

নসরতপুর উৎসব : বিশ্ব এডস্ দিবসে রক্তদান শিবির 




Saiyad Abu Jafar
Sangbad Prabhati, 1 December 2023

সৈয়দ আবু জাফর, পূর্বস্থলী : পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের অন্তর্গত নসরতপুরে আজ থেকে চার দিন ব্যাপী শুরু হয়েছে নসরতপুর লোক সংস্কৃতি উৎসব। স্বেচ্ছাসেবী সংগঠন 'প্রয়াস' এর উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে। 

প্রয়াস এর সম্পাদক প্রাণকৃষ্ণ বসাক জানান, আজ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত উৎসব চলবে। ১ ডিসেম্বর বিশ্ব এডস দিবস উপলক্ষ্যে 'প্রয়াস' এর সম্মিলিত প্রচেষ্টায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 

 বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা ছাড়াও আগামী চার দিন নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাজানো রয়েছে তাদের এবারের অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে এডস নিয়ে সচেতনতা মূলক আলোচনা সভা, মেডিকেল ক্যাম্প। এছাড়াও রয়েছে প্রতিদিন সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান।