Children's Rights
শিশু অধিকার সপ্তাহ উদযাপন
Sangbad Prabhati, 17 November 2023
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে শুক্রবার সুইচ অন ফাউন্ডেশনের উদ্যোগে কেয়ার অফ বর্ধমান স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় বর্ধমান শহরে "পরিছন্ন বাতাসের জন্য হাঁটুন" শীর্ষক পদযাত্রা আয়োজিত হল।
আয়োজকদের তরফে সন্দীপন সরকার ও পমি মাহাতো জানান, পরিছন্ন পরিবেশ হোক শিশুদের বাসভূমি এই বার্তা দেওয়া হয় পদযাত্রা থেকে। এদিন হাতে পোস্টার আর মুখের মাস্কে "বর্ধমান লাভ ক্লিন এয়ার" লিখে শতাধিক বাচ্ছা অংশ নেয়। পদযাত্রা শেষে পোস্টার আঁকার প্রতিযোগিতা আয়োজিত হয় বাচ্ছাদের নিয়ে।