Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Chhat Puja ছট পুজো : দামোদর নদের সদরঘাটে সূর্য দেবের আরাধনায় বিশাল জনসমাগম


 

 Chhat Puja 


ছট পুজো : দামোদর নদের সদরঘাটে সূর্য দেবের আরাধনায় বিশাল জনসমাগম 



Sangbad Prabhati, 19 November 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহর সহ বিভিন্ন এলাকায় হিন্দিভাষী মানুষদের বিশেষ উৎসব ছট পুজো মহাসমারোহে আয়োজিত হচ্ছে। আজ বিকেলে দামোদর নদের সদরঘাটে সূর্যদেবের আরাধনায় হিন্দিভাষী মানুষের ভিড় উপচে পড়ে। তবে কঠোর পুলিশী নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে পূজা পাঠ হয়েছে। 

উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায়, বর্ধমান থানার ইন্সপেক্টর ইনচার্জ সুখময় চক্রবর্তী, যুব তৃণমূলের পূর্ব বর্ধমান জেলার সভাপতি তথা বর্ধমান পৌরসভার কাউন্সিলর রাসবিহারী হালদার, তৃণমূল কংগ্রেসের বর্ধমান শহর সভাপতি তন্ময় সিংহরায়, কাউন্সিলর ডাঃ ইন্তেখাব আলম সহ অন্যান্যরা। এদিন বর্ধমানের বাঁকা নদী সহ বিভিন্ন জলাশয়ের পাড়েও ছটব্রতীরা সূর্যদেবের পুজো করেন।

এছাড়া আজ মেমারি কৃষ্ণবাজার ছট পুজো কমিটি আয়োজিত হাটপুকুরে এই ছট পুজো উপলক্ষে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। সেখানে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষায় যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেছেন। 

এই ছট পুজো উপলক্ষে হাটপুকুরের ঘাটে আসেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাপস পাঁজা, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিরঞ্জীব ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।