ঘুসির আঘাতে যুবকের মৃত্যু
Saiyad Abu Jafar
Sangbad Prabhati, 28 November 2023
Sangbad Prabhati, 28 November 2023
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : বচসার জেরে এক যুবকের মৃত্যু নবদ্বীপে। ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ থানার প্রতাপনগর মনিমালা লেন এলাকায়। মৃত যুবকের নাম গোবিন্দ দেবনাথ। বাড়ি নবদ্বীপ প্রাচীন মায়াপুর মহাপ্রভু কলোনিতে। স্থানীয় সুত্রে খবর, সোমবার রাতে মদ্যপ অবস্থায় দুই যুবকের বচসা বাঁধে। বচসায় গুড্ডু নামে এক যুবক গোবিন্দকে বুকে ঘুসি মারলে সংজ্ঞাহীন হয়ে পড়ে।
ঘটনার পর তাকে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক গোবিন্দকে দেখে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। যুবকের মৃত্যুর পর অভিযুক্ত গুড্ডু পলাতক। পুলিশ গুড্ডুর খোঁজে তল্লাশি শুরু করেছে।