আলপনা ও রঙ্গোলী প্রতিযোগিতার আয়োজনে ধোঁয়া বিহীন দেওয়ালি পালনের বার্তা
Sangbad Prabhati, 11 November 2023
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মিলিত প্রয়াসের উদ্যোগে ধোঁয়া বিহীন দেওয়ালি পালনের বার্তা নিয়ে শনিবার নতুনগঞ্জস্থিত রাধাবল্লব মন্দিরে একটি আলপনা ও রঙ্গোলী প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংগঠনের সম্পাদক প্রতনু রক্ষিত জানান, প্রায় ১৫ জন প্রতিযোগী রঙ্গোলি এবং আলপনা দেন। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী প্রদ্যুৎ কুমার পাল, বাচিক শিল্পী ও নাট্যকর্মী শ্যামাপ্রসাদ চৌধুরী এবং বিশিষ্ট কবি ও সাহিত্যিক শেখ জাহাঙ্গীর। এই অভিনব উদ্যোগে প্রতিযোগী সহ এলাকাবাসীরা যথেষ্ট উৎসাহিত হন।