জামালপুরে দুর্গোৎসবের কার্ণিভালে স্থানাধিকারীদের পুরস্কার প্রদান
Atanu Hazra
Sangbad Prabhati, 1 November 2023
অতনু হাজরা, জামালপুর : জামালপুরে দুর্গোৎসবের কার্ণিভালের শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে স্থানাধিকারীদের পুরস্কৃত করা হলো। আজ জামালপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের মিটিং হলে কার্নিভালে অংশগ্রহণকারী ছটি পূজা কমিটিকে পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জামালপুর ব্লকের দুই জয়েন্ট বিডিও অরিন্দম জানা ও রুদ্রেন্দু নন্দী, জামালপুর থানার পক্ষ থেকে এস আই নিমাই ঘোষ এবং শরীফ হোসেন, জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, জামালপুরে কার্ণিভালের মূল উদ্যোক্তা তথা পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব সহ অন্যান্যরা।
পুরস্কার স্বরূপ প্রত্যেক কমিটিকে দশ হাজার টাকার চেক বিধায়ক অলক কুমার মাঝির পক্ষ থেকে, জামালপুর থানার পক্ষ থেকে, জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সুন্দর, সুদৃশ্য ট্রফি ও জামালপুর ১পঞ্চায়েতের পক্ষ থেকে সুন্দর দুর্গা মূর্তি, প্রতিটি পুজো কমিটির হাতে তুলে দেওয়া হয়। পুজো কমিটি প্রত্যেকেই পঞ্চায়েত ও সকলের পক্ষ থেকে এই উপহার পেয়ে আপ্লুত। তাঁরা প্রত্যেকেই আগামী বছর আরো ভালো ভাবে এই কার্নিভালে অংশ গ্রহণ করবেন বলে জানান।
সাহাবুদ্দিন বাবু জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যা করেন সেটাই নজির হয়ে যায়। তাঁর দেখানো পথেই এই কার্নিভাল তিনি বিধায়ক অলক কুমার মাঝি, মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতি ও তাঁর পঞ্চায়েতের সকল কর্মী ও সর্বোপরি পুজো কমিটি গুলোর পূর্ণ সহযোগিতায় এই কার্নিভাল তিনি করতে পেরেছেন। আগামী বছর আরো ভালো কার্নিভাল তিনি জামালপুরবাসীকে উপহার দেবেন বলে জানান।