Scrooling

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২১ জুলাই বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

Bhai Phonta মন্ত্রী স্বপন দেবনাথ এর উদ্যোগে সম্প্রীতির ভাই ফোঁটা অনুষ্ঠান


 

Bhai Phonta 


মন্ত্রী স্বপন দেবনাথ এর উদ্যোগে সম্প্রীতির ভাই ফোঁটা অনুষ্ঠান
Sangbad Prabhati, 15 November 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর সর্বজয়া মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর ভবনে বুধবার সকালে সম্প্রীতির ভাই ফোঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত বেশ কয়েক বছর ধরে মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। মুসলিম বোনেরা যেমনি হিন্দু ভাইদের কপালে ফোঁটা দেন। 

তেমনি হিন্দু বোনেরা মুসলিম ভাইদের কপালে ফোঁটা দেন। উভয়জনেরাই তাদের ভাইদের মঙ্গল কামনা করেন। মন্ত্রী স্বপন বাবুর কথায় উৎসব যার যার ধর্ম সবার। তাই সম্প্রীতির উৎসবে সামিল হয়ে সম্প্রীতির বার্তা দেওয়াই লক্ষ্য। 

তেমনি এদিন দেখা যায় মন্ত্রী স্বপন দেবনাথ এর কপালেও ফোঁটা দিতে। 'ভাই এর কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাঁটা"। মুসলিম সম্প্রদায়ের বোন আজিজুন্নেসা খাতুন দাদা মন্ত্রী স্বপন দেবনাথের কপালে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেন। হিন্দু ধর্মের এই অনুষ্ঠানে সামিল হতে পেরে খুশি মুসলিম বোনেরা। একই সাথে মুসলিম ধর্মের ভাইয়েদের ফোঁটা দিতে পেরে আনন্দিত হিন্দু দিদি বোনেরা।

#Bhai Tika, #Bhai Dooj, #Bhaubeej, #Bhai Phonta or #Bhratri Dwitiya