Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Bhai Phonta মন্ত্রী স্বপন দেবনাথ এর উদ্যোগে সম্প্রীতির ভাই ফোঁটা অনুষ্ঠান


 

Bhai Phonta 


মন্ত্রী স্বপন দেবনাথ এর উদ্যোগে সম্প্রীতির ভাই ফোঁটা অনুষ্ঠান




Sangbad Prabhati, 15 November 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর সর্বজয়া মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর ভবনে বুধবার সকালে সম্প্রীতির ভাই ফোঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত বেশ কয়েক বছর ধরে মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। মুসলিম বোনেরা যেমনি হিন্দু ভাইদের কপালে ফোঁটা দেন। 

তেমনি হিন্দু বোনেরা মুসলিম ভাইদের কপালে ফোঁটা দেন। উভয়জনেরাই তাদের ভাইদের মঙ্গল কামনা করেন। মন্ত্রী স্বপন বাবুর কথায় উৎসব যার যার ধর্ম সবার। তাই সম্প্রীতির উৎসবে সামিল হয়ে সম্প্রীতির বার্তা দেওয়াই লক্ষ্য। 

তেমনি এদিন দেখা যায় মন্ত্রী স্বপন দেবনাথ এর কপালেও ফোঁটা দিতে। 'ভাই এর কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাঁটা"। মুসলিম সম্প্রদায়ের বোন আজিজুন্নেসা খাতুন দাদা মন্ত্রী স্বপন দেবনাথের কপালে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেন। হিন্দু ধর্মের এই অনুষ্ঠানে সামিল হতে পেরে খুশি মুসলিম বোনেরা। একই সাথে মুসলিম ধর্মের ভাইয়েদের ফোঁটা দিতে পেরে আনন্দিত হিন্দু দিদি বোনেরা।

#Bhai Tika, #Bhai Dooj, #Bhaubeej, #Bhai Phonta or #Bhratri Dwitiya