Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Asansol Festival আসানসোল উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন


 

Asansol Festival


আসানসোল উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন 


Abhirup Acharya
Sangbad Prabhati, 25 November 2023

অভিরূপ আচার্য, আসানসোল : পশ্চিম বর্ধমানে শুরু হলো আসানসোল উৎসব। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আসানসোলের বিবেকানন্দ সরণীর এইচএলজি হাসপাতাল সংলগ্ন কল্যানপুর হাউজিংয়ের এডিডিএ গ্রাউন্ডে ২৪ নভেম্বর আসানসোল উৎসবের উদ্বোধন হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক ও আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, বিধায়ক হরেরাম সিং, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক প্রমুখ।

 আসানসোল উৎসব এর উদ্বোধনী অনুষ্ঠানের মুল আকর্ষণ ছিল ডোনা গঙ্গোপাধ্যায় ড্র্যান্স ট্রুপের নৃত্যানুষ্ঠান। উৎসবের উদ্যোক্তাদের পক্ষ থেকে অনিমেষ দাস বলেন, আসানসোল উৎসব ১০ দিন ধরে চলবে। প্রতিদিনই স্থানীয় শিল্পী ও সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কলকাতার শিল্পীরা আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে রয়েছেন রূপঙ্কর বাগচি, শ্রীরাধা বন্দোপাধ্যায়, পদ্ম পলাশ, অদিতি মুন্সি, বাংলা ব্যান্ড ক্যাকটাস। এছাড়া এবারের উৎসবে বাংলার বিভিন্ন জেলার পাশাপাশি বিভিন্ন রাজ্য ও বিদেশের হস্তশিল্প সামগ্রী সহ নানা সম্ভারের স্টল রয়েছে।