Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

Asansol Festival আসানসোল উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন


 

Asansol Festival


আসানসোল উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন 


Abhirup Acharya
Sangbad Prabhati, 25 November 2023

অভিরূপ আচার্য, আসানসোল : পশ্চিম বর্ধমানে শুরু হলো আসানসোল উৎসব। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আসানসোলের বিবেকানন্দ সরণীর এইচএলজি হাসপাতাল সংলগ্ন কল্যানপুর হাউজিংয়ের এডিডিএ গ্রাউন্ডে ২৪ নভেম্বর আসানসোল উৎসবের উদ্বোধন হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক ও আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, বিধায়ক হরেরাম সিং, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক প্রমুখ।

 আসানসোল উৎসব এর উদ্বোধনী অনুষ্ঠানের মুল আকর্ষণ ছিল ডোনা গঙ্গোপাধ্যায় ড্র্যান্স ট্রুপের নৃত্যানুষ্ঠান। উৎসবের উদ্যোক্তাদের পক্ষ থেকে অনিমেষ দাস বলেন, আসানসোল উৎসব ১০ দিন ধরে চলবে। প্রতিদিনই স্থানীয় শিল্পী ও সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কলকাতার শিল্পীরা আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে রয়েছেন রূপঙ্কর বাগচি, শ্রীরাধা বন্দোপাধ্যায়, পদ্ম পলাশ, অদিতি মুন্সি, বাংলা ব্যান্ড ক্যাকটাস। এছাড়া এবারের উৎসবে বাংলার বিভিন্ন জেলার পাশাপাশি বিভিন্ন রাজ্য ও বিদেশের হস্তশিল্প সামগ্রী সহ নানা সম্ভারের স্টল রয়েছে।