Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Street Drama পথ নাটক এর মধ্যে দিয়ে সচেতনতা মূলক কর্মশালার আয়োজন


 

Street Drama

পথ নাটক এর মধ্যে দিয়ে সচেতনতা মূলক কর্মশালার আয়োজন




Kajal Mitra
Bengal Times News, 4 October 2023

কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ি পুলিশের উদ্যোগে পথনাটক কর্মসূচির মধ্যে দিয়ে বাল্য বিবাহ সহ বিভিন্ন সচেতনতা মূলক কর্মশালার আয়োজন করা হল বুধবার। "এটা কি ঠিক" নামক এক সুন্দর নাটকের মধ্যে দিয়ে কলকাতার "কও কথা" নাট্য সংস্থার শিল্পীরা সামগ্রিক বিষয় উপস্থাপিত করেন।

সমস্ত অনুষ্ঠানটি সালানপুর থানার হিন্দুস্তান কেবলসের এক বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আয়োজিত হয়। যেখানে আছড়ার রায় বলরাম বালিকা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি নেতৃত্ব দেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি, রূপনারায়ানপুর ফাঁড়ির আধিকারিক মইনুল হক। এদিন নাটকের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের বার্তা দেওয়া হয় কম বয়সে বিয়ে করলে কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়।নাটকের মধ্য দিয়েই বলা হয় জোর পূর্বক বিয়ে দিলে প্রশাসনকে জানান প্রশাসন আপনাদের সঙ্গে রয়েছে। এদিন অনুষ্ঠানের শেষে নাট্য শিল্পী ভারতী মুখোপাধ্যায় জানান, মাঝে মাঝেই সালানপুর থানার ডাকে এই অঞ্চলে আসি। ছাত্রছাত্রীদের নাটকের মধ্য দিয়ে বার্তা দিয়ে যাই কম বয়সে বিয়ে করলে কি অসুবিধা হতে পারে।