Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Little Magazine বর্ধমান লিটল ম্যাগাজিন মেলার প্রস্তুতি শুরু


 

    Little Magazine   


বর্ধমান লিটল ম্যাগাজিন মেলার প্রস্তুতি শুরু




Sangbad Prabhati, 2 October 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান লিটল ম্যাগাজিন মেলার প্রস্তুতি শুরু হয়েছে। ষষ্ঠ বর্ষ বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা আগামী নভেম্বর মাসের ২৪ থেকে ২৬ তারিখ বর্ধমান টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।" বর্ধমান সংস্কৃতি চর্চা কেন্দ্র " এর উদ্যোগে ১ অক্টোবর বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বর্ধমান লিটল ম্যাগাজিন মেলার সভাপতি বিমলানন্দ রায় ও সম্পাদক রাজেশ হালদার জানান এই বছর মেলা ষষ্ঠ বছরে। প্রতিবারের মত এবছরও সকলকে সাথে নিয়ে মেলা আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

এদিনের প্রস্তুতি সভায় উল্লেখযোগ্য ব্যাক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন সহকারী অধিকর্তা অরবিন্দ সরকার, বিশিষ্ট গবেষক ও লেখক রঙ্গনকান্তি জানা, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুনাভ চক্রবর্তী সহ উৎপল সাহা, মৃণাল মোদক, মানব মুখোপাধ্যায়, সৌমেন চট্টোপাধ্যায়, আবির্ভাব ভট্টাচার্য, সুকান্ত দে, দিনেশ ঝা, বিকাশ বিশ্বাস, কিংশুক রায়,  সুপ্রকাশ চৌধুরী।

এছাড়াও এই প্রস্ততি সভায় অনেক প্ত্র পত্রিকার সম্পাদক সহ আর অনেক কবি, সাহিত্যিক, লেখক ও সাহিত্যানুরাগী মানুষজন উপস্থিত ছিলেন।