Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Karate Championship ওপেন সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ৯ টি সোনা সহ পূর্ব বর্ধমানের ১৭ টি পদক


 

Karate Championship


ওপেন সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ৯ টি সোনা সহ পূর্ব বর্ধমানের ১৭ টি পদক




Sangbad Prabhati, 3 October 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেনের তত্ত্বাবধানে এবং দুর্গাপুর সেইসিনকেই ক্যারাটে অ্যাসোসিয়েশনের পরিচালনায় “সেইসিনকেই ওপেন সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৩”  গত ১লা অক্টোবর, ২০২৩ তারিখে দুর্গাপুরের সেন্ট মাইকেলস গোল্ডেন জুবিলি মাল্টিপারপাস হলে আয়োজিত হল। এই প্রতিযোগিতায়  বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং  ঝাড়গ্রাম জেলার মোট প্রায় ৫৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

পূর্ব বর্ধমান সেইসিনকেই সিতো-রিউ ক্যারাটে অ্যাসোসিয়েশন  এর চেয়ারম্যান রেনসি দেবাশীষ কুমার মন্ডল জানিয়েছেন যে  এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ৯ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং মোট ১৭ টি পদক (৯ টি সোনা, ৭ টি রুপো এবং ১ টি ব্রোঞ্জ) জয়লাভ করে। 

উল্লেখ্য, ঈশানী গুপ্তা ও লগ্নজিতা খাঁ কাতা ও কুমিতে বিভাগে ২টি করে সোনা, অয়ন্তিকা সাহা, শ্রেয়সী ঘোষ ও চৈতালি গুইন ১টি করে সোনা ও রুপো, সম্প্রীতি সেনগুপ্তা ১টি সোনা ও ১টি ব্রোঞ্জ, অঞ্জনাভ সাধু ১টি সোনা এবং চন্দ্রিমা চক্তবর্তী ও সোহন মুখার্জী ২টি করে রুপো জয়লাভ করেছে।