Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

Karate Championship ওপেন সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ৯ টি সোনা সহ পূর্ব বর্ধমানের ১৭ টি পদক


 

Karate Championship


ওপেন সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ৯ টি সোনা সহ পূর্ব বর্ধমানের ১৭ টি পদক




Sangbad Prabhati, 3 October 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেনের তত্ত্বাবধানে এবং দুর্গাপুর সেইসিনকেই ক্যারাটে অ্যাসোসিয়েশনের পরিচালনায় “সেইসিনকেই ওপেন সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৩”  গত ১লা অক্টোবর, ২০২৩ তারিখে দুর্গাপুরের সেন্ট মাইকেলস গোল্ডেন জুবিলি মাল্টিপারপাস হলে আয়োজিত হল। এই প্রতিযোগিতায়  বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং  ঝাড়গ্রাম জেলার মোট প্রায় ৫৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

পূর্ব বর্ধমান সেইসিনকেই সিতো-রিউ ক্যারাটে অ্যাসোসিয়েশন  এর চেয়ারম্যান রেনসি দেবাশীষ কুমার মন্ডল জানিয়েছেন যে  এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ৯ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং মোট ১৭ টি পদক (৯ টি সোনা, ৭ টি রুপো এবং ১ টি ব্রোঞ্জ) জয়লাভ করে। 

উল্লেখ্য, ঈশানী গুপ্তা ও লগ্নজিতা খাঁ কাতা ও কুমিতে বিভাগে ২টি করে সোনা, অয়ন্তিকা সাহা, শ্রেয়সী ঘোষ ও চৈতালি গুইন ১টি করে সোনা ও রুপো, সম্প্রীতি সেনগুপ্তা ১টি সোনা ও ১টি ব্রোঞ্জ, অঞ্জনাভ সাধু ১টি সোনা এবং চন্দ্রিমা চক্তবর্তী ও সোহন মুখার্জী ২টি করে রুপো জয়লাভ করেছে।