Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

International Teachers Day কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণেন্দু কুমার দে পেলেন সেরা শিক্ষকের সম্মান


 

 International Teachers Day 


কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণেন্দু কুমার দে পেলেন সেরা শিক্ষকের সম্মান


Sangbad Prabhati, 6 October 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট সংবাদ প্রভাতী : আন্তর্জাতিক শিক্ষক দিবসে সেরা শিক্ষকের সম্মান পেলেন কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণেন্দু কুমার দে। ৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস হলেও আন্তর্জাতিক শিক্ষক দিবস ৫ অক্টোবর। বিশ্বের বেশির ভাগ দেশে ৫ অক্টোবর তারিখেই শিক্ষক দিবস পালিত হয়। বিশ্ব জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নির্বাচিত শিক্ষকরা এই দিন পুরস্কৃত আর সম্মানিত হন।

ইন্টারন্যাশনাল বেনিভোলেন্ট রিসার্চ ফাউন্ডেশন এ বছর ২০২৩ সালে যে শিক্ষককে সেরা নির্বাচিত করল তিনি কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক কৃষ্ণেন্দুকুমার দে। ৫ অক্টোবর কলকাতার রোটারি সদনের অডিটোরিয়ামে তারা এই শিক্ষককে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণান টিচিং এক্সেলেন্স ২০২৩ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, কর্মক্ষেত্রে শিক্ষায় পরিকল্পনা ও প্রয়োগের সার্থক রূপায়ণের জন্য কৃষ্ণেন্দু কুমার দে নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, কাঞ্চননগর দীননাথ উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত এই সংস্থা প্রদত্ত শিক্ষাগৌরব ২০২৩ পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। শারীরিক অসুস্থতার জন্য তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ সম্ভব হয়নি।

কৃষ্ণেন্দু কুমার দে জানিয়েছেন, ছাত্রছাত্রীদের জন্যেই তিনি ভাবেন এবং বিদ্যালয়ে আকর্ষণীয় পদ্ধতিতে পাঠদানের পরিকল্পনা করেন। এই পুরস্কার তাঁকে আরও উৎসাহিত করল। বিদ্যালয়ের প্রধানশিক্ষক জানিয়েছেন, কৃষ্ণেন্দু কুমার দে পড়ুয়াদের কাছে জনপ্রিয়। তিনি উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন এবং পরিশ্রমী, নিয়মানুবর্তী। তাঁর ঐতিহাসিক সাফল্যের সঙ্গে একাত্মবোধের মাধ্যমে বিদ্যালয় নিজেকে গৌরবান্বিত বোধ করছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও তাদের প্রিয় শিক্ষককে অভিনন্দন জানিয়েছে।