Indira Gandhi
ইন্দিরা গান্ধীর ৪০ তম প্রয়াণ দিবস পালিত
Sangbad Prabhati, 31 October 2023
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪০ তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করলো কালনা দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার প্রয়াত ইন্দিরা গান্ধীর মৃত্যু বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে একটি রক্তদান মেলার আয়োজন করা হয়। কালনা দু নম্বর ব্লকের সেনেরডাঙ্গা রাজরাজেশ্বর হিমঘর ক্যাম্পাসে রক্তদান মেলার পাশাপাশি একটি স্মরণানুষ্ঠানও হয়। প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করার পর স্মৃতিচারণা করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রাসবিহারী হালদার, তৃণমূল কংগ্রেস রাজ্য এসসি, এসটি সেলের চেয়ারম্যান দেবু টুডু, জেলা পরিষদের সহ-সভাধিপতি গার্গী নাহা, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ সুনীল কুমার মন্ডল, তৃণমূল কংগ্রেসের কালনা ২ নং ব্লক সভাপতি প্রণব রায় সহ অন্যান্যরা।
অন্যদিকে নদীয়া জেলার নবদ্বীপ শহরের একাধিক জায়গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪০ তম প্রয়াণ দিবস। মঙ্গলবার সকালে নবদ্বীপ শহরের উত্তর অঞ্চল প্রাচীন মায়াপুর শহর কংগ্রেসের দলীয় কার্যালয় ইন্দিরা ভবনে বিগত বছরের ন্যায় এবছরও শহর কংগ্রেস সভাপতি নির্মল সাহার নেতৃত্বে দলীয় কর্মী ও সমর্থকেরা প্রদীপ প্রজ্জ্বলন ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস।
এছাড়া নবদ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এর পীরতলা অধিবাসীবৃন্দের উদ্যোগে বিগত বছরের ন্যায় এবছর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে পালন করা হয় ৪০ তম প্রয়াণ দিবস। মাল্যদান করেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, পৌরপতি বিমান কৃষ্ণ সাহা, উপ পৌরপতি শচীন্দ্র বসাক, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামাপ্রসাদ পাল, যুব তৃণমূলের সভাপতি সুজিত সাহা, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মনিকা চক্রবর্তী সহ নবদ্বীপ পৌরসভার একাধিক কাউন্সিলর। এছাড়াও উপস্থিত ছিলেন পীরতলা এলাকার অধিবাসীবৃন্দ।