Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Durga Puja সোমেশ্বরতলা দূর্গাপুজো কমিটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে অন্ন ও বস্ত্র প্রদান


 

 Durga Puja 


সোমেশ্বরতলা দূর্গাপুজো কমিটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে অন্ন ও বস্ত্র প্রদান






Sk Samsuddin
Sangbad Prabhati, 14 October 2023

সেখ সামসুদ্দিন, ১৪ অক্টোবর : মেমারি শহরের ঐতিহ্যময় প্রাচীন সার্বজনীন দুর্গোৎসব সোমেশ্বরতলার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রবাসী ভারতীয় চিকিৎসক তথা মেমারির সুসন্তান ডাঃ বুদ্ধদেব দাঁ ও তার দিদি সোনালী সামন্ত'র সহযোগিতায় আজ মহালয়ার দিনে দেবীপক্ষের সূচনায় দুঃস্থ মানুষদের শাড়ি, লুঙ্গি, গেঞ্জি সহ মধ্যাহ্নের খাদ্য প্রদান করা হয়। 

প্রায় দুই শতাধিক মানুষ এই খাদ্য ও বস্ত্র গ্রহণ করেন। ডাঃ বুদ্ধদেব দাঁ ও সোনালী সামন্ত তাদের প্রয়াত পিতা পঙ্কজ কুমার দাঁ ও মাতা ভারতী দাঁ-এর স্মৃতিতে এই মহান কাজে ব্রতী হন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা সোমেশ্বর তলা দূর্গা পূজা কমিটির সভাপতি সুপ্রিয় সামন্ত সহ সদস্যবৃন্দ।

বুদ্ধদেব দাঁ বলেন, "এই পুজোর মুখে কিছু মানুষের হাতে অন্য বস্ত্র তুলে দিয়ে তাদের হাসি মুখ দেখে খুব ভালো লাগছে। পুজোতে আর পাঁচজনের মতো তারাও আনন্দে পুজো উপভোগ করুন।" পুজো কমিটির পক্ষ থেকে সম্পাদক দিব্যেন্দু ভট্টাচার্য্য জানান, ১৭ অক্টোবর সন্ধ্যায় পূজোর উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন জেলা প্রশাসনের সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী দিয়া চক্রবর্তী। পুজোর দিনগুলিতে চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা শুধু সোমেশ্বরতলা নয়, সম্পূর্ণ মেমারির মানুষের পুজো। সম্প্রীতির মেলবন্ধনের মধ্যে দিনগুলি হয়ে উঠুক উজ্জ্বল থেকে উজ্জ্বলতর।