বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও দুর্গত পরিবারের হাতে ত্রিপল তুলে দিলেন বিধায়িকা শম্পা ধাড়া
Sangbad Prabhati, 7 October 2023
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টিতে রায়না বিধানসভার অন্তর্গত রায়না ১ নম্বর ব্লকের সেহারা অঞ্চলের গোদার পাড় গ্রামে অনেকেরই মাটির বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। রায়না বিধানসভার বিধায়িকা তথা পূর্ব বর্ধমান জেলা নারী শিশু ও সমাজ কল্যাণ বিভাগের চেয়ারপার্সন শম্পা ধাড়া শনিবার ওই গ্রাম পরিদর্শন করেন। দুর্গত পরিবারের মানুষজনের সঙ্গে কথা বলেন। তাদের হাতে ত্রিপল তুলে দিলেন। সর্বদা অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন এলাকার বিধায়িকা শম্পা ধাড়া।
এদিন বিধায়িকা শম্পা ধাড়ার সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা রায়না ১ ব্লকের সহ সভাপতি সেখ ইসমাইল (শান্ত), রায়না ১ তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কল্লোল মন্ডল, শ্যামসুন্দর অঞ্চলের প্রাক্তন প্রধান অসীম নায়েক, ব্লক নেতা তথা সেহারা অঞ্চল নেতৃত্ব সেখ মহসিন সহ অন্যান্যরা।