পাটুলী স্টেশন বাজার চ্যাটার্জী বাড়ীর দূর্গা পূজা
Sangbad Prabhati, 23 October 2023
দ্বারকানাথ দাস, পূর্বস্থলি : পাটুলীর চ্যাটার্জী বাড়ির দূর্গা পূজা দুশো তেইশ বছরের প্রাচীন। এই দূর্গা পূজা প্রতিষ্ঠা করেন শ্যামাপদ চট্টোপাধ্যায় আনুমানিক ১৮২০ সালে। আদি নিবাস ছিল পাটুলীর গঙ্গাপুরে সেখানে মহা ধূমধাম করে দূর্গা পূজা করেন বলে জানা যায়। তাদের গঙ্গাপুরে আদি বাড়ি গঙ্গার ভাঙ্গনের গ্রাসে তলিয়ে যায়। তারপর তিনি প্রয়াত হলে তার পুত্র ননীগোপাল চট্টোপাধ্যায় উঠে আসে পাটুলী স্টেশন বাজারে। সেখানে নতুন বাড়ি নির্মাণ করেন। সে বাড়িতে আদি দূর্গা পুজা শুরু করেন। এরপর ননীগোপাল চট্টোপাধ্যায় প্রয়াত হলে তাঁর পুত্র কানাইলাল চট্টোপাধ্যায়ের আমলে মহা ধূমধাম করে দূর্গা পূজা করতেন বলে পরিবার সূত্রে জানা যায়। চট্টোপাধ্যায় বাড়ির কানাইলাল চট্টোপাধ্যায়ের স্ত্রী প্রবীনা আরতি চট্টোপাধ্যায় দূর্গা পূজার ইতিবৃত্ত জানান। তিনি বলেন তাদের পরিবারে বহু প্রাচীন দেবী দূর্গার পুজো আজও তিনি নিজ হাতে পরিচালনা করেন। তিনি বলেন তার শাশুড়ী মা সাবিত্রী বালা চট্টোপাধ্যায় শাস্ত্রমতে নিষ্ঠার সঙ্গে দূর্গা পূজা করতেন। আদিপুরুষ থেকে তাদের পারিবারিক ঐতিহ্যপূর্ণ দূর্গাপূজা কোনবার বন্ধ হয়নি। বর্তমানে পাটুলী স্টেশন বাজারে প্রাচীন চ্যাটার্জী বাড়ির দূর্গা পূজা ধারাবাহিকভাবে চলে আসছে উৎসবের কোন খামতি নেই। একসময় তিনি তাঁর শাশুড়ী মায়ের কাছে শুনেছেন চ্যাটার্জী বাড়ির দেবীর দেবত্ব সম্পত্তি ছিল। সেগুলি বেহাত হয়ে গেছে। তবুও নিষ্ঠা ভরে শাস্ত্র মেনে তাঁরা এই দেবী দূর্গা পূজা পরিচালনা করছেন।