Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মায়ের মৃন্ময়ী রূপের উন্মোচন করলেন রামকৃষ্ণ মিশনের স্বামীজী মহারাজ


 

মায়ের মৃন্ময়ী রূপের উন্মোচন করলেন রামকৃষ্ণ মিশনের স্বামীজী মহারাজ 


Sangbad Prabhati, 17 October 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট সংবাদ প্রভাতী : হরিনারায়ণপুর বিদ্যাসাগর পল্লীর সর্বজনীন দূর্গা পূজা কমিটির পরিচালনায় মায়ের মৃন্ময়ী রূপের উন্মোচন করলেন বর্ধমানের বাজেপ্রতাপপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী অজ্ঞেয়ানন্দজী মহারাজ। প্রদীপ প্রজ্জ্বলন করেন স্বামীজি এবং যবনিকা উন্মোচন করেন বিডিএ'র চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত। হরিনারায়ণপুর যুবক সংঘের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান ১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দূর্গারাজ মল্লো, পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গাছ মাস্টার অরূপ চৌধুরী, সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান জয়ন্ত মণ্ডল সহ সঞ্জয় সাঁই, নিতাই লেট এবং অন্যান্যরা। যুবক সঙ্ঘের সদস্যরা চন্দনের ফোঁটা ও উত্তরীয় দিয়ে সকল অতিথি ও গুণীজনদের বরণ করে নেয়। গাছ গ্রুপ এর সৌজন্যে ফুলের তোড়ার বদলে তুলে দেওয়া হয় রঙ্গন ফুলের চারা। 

এদিনের অনুষ্ঠানে স্বামী অজ্ঞেয়ানন্দজী মহারাজ ও বিডিএ'র চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত'র মূল্যবান বক্তব্যে যুবক সংঘের সদস্যরা অনুপ্রাণিত। এদিন পুজো কমিটির পক্ষ থেকে উপস্থিত ১৫০ জনকে মিষ্টি মুখ করানো হয়।