মহাত্মা গান্ধীর ১৫৪ তম জন্মদিবস পালন
Sangbad Prabhati, 2 October 2023
সুশান্ত বাগ, বর্ধমান : ২রা অক্টোবর মহাত্মা গান্ধীর ১৫৪ তম জন্মদিবস। সারা দেশের সঙ্গে বর্ধমানেও গান্ধী জয়ন্তী দিনটি যথাযোগ্য মর্যাদায়, পরম শ্রদ্ধায় পালিত হয়। এদিন বর্ধমান জেলা কোর্ট চত্বরে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান এর উদ্যোগে "স্বচ্ছতা - হি - সেবা" ২০২৩ অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাত্মা গান্ধীর ছবিতে মাল্যদান ও শ্রদ্ধা জানিয়ে সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয়। এদিন উপস্থিত ছিলেন জেলা জজ তথা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির চেয়ারম্যান সুজয় সেনগুপ্ত ও ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সচিব সুতপা মল্লিক।
বর্ধমান পৌরসভার সাফাই কর্মীদের সহায়তায় কোট চত্বরে যত্রতত্র পড়ে থাকা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করা, দেওয়ালে পানের পিক পরিস্কার করা পাশাপাশি দেওয়ালে সচেতনতা বার্তা লিখে পোস্টার দেওয়া কর্মসূচি পালন করা হয়। সেই সঙ্গে বর্ধমান পৌরসভা সাফাই কর্মীদের একটি করে সংশয়পত্র ও মেমেন্টো হাতে তুলে দেওয়া হয়।