Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মহাত্মা গান্ধীর ১৫৪ তম জন্মদিবস পালন


 

মহাত্মা গান্ধীর ১৫৪ তম জন্মদিবস পালন 




Sushanta Bag
Sangbad Prabhati, 2 October 2023

সুশান্ত বাগ, বর্ধমান : ২রা অক্টোবর মহাত্মা গান্ধীর ১৫৪ তম জন্মদিবস। সারা দেশের সঙ্গে বর্ধমানেও গান্ধী জয়ন্তী দিনটি যথাযোগ্য মর্যাদায়, পরম শ্রদ্ধায় পালিত হয়। এদিন বর্ধমান জেলা কোর্ট চত্বরে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান এর উদ্যোগে "স্বচ্ছতা - হি - সেবা" ২০২৩ অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাত্মা গান্ধীর ছবিতে মাল্যদান ও শ্রদ্ধা জানিয়ে সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয়। এদিন উপস্থিত ছিলেন জেলা জজ তথা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির চেয়ারম্যান সুজয় সেনগুপ্ত ও ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সচিব সুতপা মল্লিক। 

বর্ধমান পৌরসভার সাফাই কর্মীদের সহায়তায় কোট চত্বরে যত্রতত্র পড়ে থাকা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করা, দেওয়ালে পানের পিক পরিস্কার করা পাশাপাশি দেওয়ালে সচেতনতা বার্তা লিখে পোস্টার দেওয়া কর্মসূচি পালন করা হয়। সেই সঙ্গে বর্ধমান পৌরসভা সাফাই কর্মীদের একটি করে সংশয়পত্র ও মেমেন্টো হাতে তুলে দেওয়া হয়।