আঝাপুর বালিকা বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান
Sangbad Prabhati, 17 October 2023
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুর বালিকা বিদ্যালয়ে আজ দ্বিবার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি শিবদাস মুখার্জী এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাবিনা খাতুন।
কোভিডের কারণে গত দুই বছর করা যায়নি কোনো বার্ষিক অনুষ্ঠান। তাই দুবছরের বার্ষিক অনুষ্ঠান এক সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। বিধায়ক বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আজ নারী শক্তিয়ানের কথা বলছেন। বিদ্যালয় গুলিতে একের পর এক প্রকল্প চালু করেছেন তিনি। যার ফলে মেয়েরা আজ উচ্চ শিক্ষায় এগিয়ে যাচ্ছে। বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর কাছে কিছু দাবী রাখা হয়েছে। তিনি সেগুলো দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত এই বিদ্যালয়ের পাঁচিল যা ভেঙে পরে গিয়েছিল ইতি মধ্যেই তিনি তাঁর বিধায়ক তহবিল থেকে সেই পাঁচিল নির্মাণ করে দিয়েছেন।
বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে ছাত্রীরা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে।