Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

আঝাপুর বালিকা বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান


 

আঝাপুর বালিকা বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান 




Atanu Hazra
Sangbad Prabhati, 17 October 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুর বালিকা বিদ্যালয়ে আজ দ্বিবার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি শিবদাস মুখার্জী এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাবিনা খাতুন।

কোভিডের কারণে গত দুই বছর করা যায়নি কোনো বার্ষিক অনুষ্ঠান। তাই দুবছরের বার্ষিক অনুষ্ঠান এক সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। বিধায়ক বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আজ নারী শক্তিয়ানের কথা বলছেন। বিদ্যালয় গুলিতে একের পর এক প্রকল্প চালু করেছেন তিনি। যার ফলে মেয়েরা আজ উচ্চ শিক্ষায় এগিয়ে যাচ্ছে। বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর কাছে কিছু দাবী রাখা হয়েছে। তিনি সেগুলো দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত এই বিদ্যালয়ের পাঁচিল যা ভেঙে পরে গিয়েছিল ইতি মধ্যেই তিনি তাঁর বিধায়ক তহবিল থেকে সেই পাঁচিল নির্মাণ করে দিয়েছেন।

বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে ছাত্রীরা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে।