Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নবমীর সন্ধ্যায় মন্ত্রী স্বপন দেবনাথ সচেতনতামূলক বার্তা দেওয়ার সঙ্গে শুভেচ্ছা জানান

 


নবমীর সন্ধ্যায় মন্ত্রী স্বপন দেবনাথ সচেতনতামূলক বার্তা দেওয়ার সঙ্গে শুভেচ্ছা জানান 




Saiyad Jafar
Sangbad Prabhati, 23 October 2023

সৈয়দ জাফর, পূর্বস্থলী : পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের সমুদ্রগড় রেল বাজারে মহা নবমীর শুভেচ্ছা জানাতে হাজির এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। আজ মহা নবমীর শুভ সন্ধ্যায় সমুদ্রগড় রেল বাজারে এসে তিনি সকল দর্শনার্থীদের শারদীয়ার শুভেচ্ছা জানান। 

প্রতিমা দর্শণ করতে আসা দর্শনার্থীদের নিজের হাতে জল খাওয়ান। এদিন সন্ধ্যায় তিনি কিছু সচেতনতামূলক প্রচার করেন। তার কথায় উঠে আসে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা মূলক প্রচার। সকলকে আস্তে গাড়ি চালাতে অনুরোধ করেন তিনি। 

কিছুদিন আগে নেওয়া কর্মসূচি 'আগমনীর আহ্বান : পরিচ্ছন্ন পূর্ব বর্ধমান' নিয়ম প্রচার করেন তিনি। আশেপাশের এলাকা পরিষ্কার রাখা, কোথাও জল জমতে না দেওয়া ডেঙ্গু সচেতনতামূলক প্রচারও আজ করেন তিনি। সকলের পুজো ভালো কাটুক, মা দুর্গার সকলকে ভালো রাখুক সর্ব সাধারণের জন্য এই প্রার্থনা ও করেন মন্ত্রী স্বপন দেবনাথ।