চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

পরিবেশ সচেতনতায় পদযাত্রা


 

পরিবেশ সচেতনতায় পদযাত্রা




Atanu Hazra
Sangbad Prabhati, 2 October 2023

অতনু হাজরা, জামালপুর : প্রায় এক পক্ষ কাল ধরে গোটা ভারতবর্ষ জুড়ে চলছে স্বচ্ছতা অভিযান। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে যে কর্মসূচি শেষ হয় আজ। সেই উপলক্ষে জামালপুর সমষ্টি উন্নয়ন অধিকরণ ও জামালপুর ১ নম্বর পঞ্চায়েতে যৌথ উদ্যোগে জামালপুর ব্লক অফিস থেকে পুলমাথা পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় পা মেলায় স্থানীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। 

ছিলেন জামালপুরের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিন্দম চন্দ, জামালপুর ১ পঞ্চায়েত প্রধান ডলি নন্দী, জেলা পরিষদ সদস্য কল্পনা সাঁতরা সহ ব্লক ও পঞ্চায়েতের কর্মীরা এবং ভি আর পি ও ভিসিটি কর্মীরা। পদযাত্রার শেষে জামালপুর পুল মাথায় উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান অরিন্দম বাবু। তিনি বলেন এটি একটি সচেতনতামূলক পদযাত্রা এই পদযাত্রার মাধ্যমেই রাস্তার দুপাশের বিভিন্ন দোকানদার উপস্থিত মানুষজনদের এই বার্তা দেওয়া হলো যাতে দূষণমুক্ত সমাজ গড়ে তোলা যায়।