Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Zilla Parishad পূর্ব বর্ধমান জেলা পরিষদে শান্তিপূর্ণভাবে কর্মাধ্যক্ষ নির্বাচন সম্পন্ন


 

 Zilla Parishad

পূর্ব বর্ধমান জেলা পরিষদে শান্তিপূর্ণভাবে কর্মাধ্যক্ষ নির্বাচন সম্পন্ন 




Jagannath Bhoumick
Sangbad Prabhati, 19 September 2023

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচন সম্পন্ন হলো আজ। জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা'র উপস্থিতিতে কর্মাধ্যক্ষ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) কাজল রায়। 

জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ রায়। পূর্ত ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মিঠু মাঝি। কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মেহেবুব মন্ডল। শিক্ষা, সংস্কৃতি তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শান্তনু কোনার। শিশু নারী উন্নয়ন জনকল্যাণ ও ত্রাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মাম্পি রুদ্র। বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নিত্যানন্দ ব্যানার্জী। খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন গুফরানা ইয়াসমিন। ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আরতি খান। মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শিশির মন্ডল। 

স্থায়ী সমিতিগুলির মধ্যে অর্থ, স্বাস্থ্য, উন্নয়ন ও পরিকল্পনা এই দপ্তরগুলি আপাতত সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এর হাতেই রয়েছে বলে জানা গেছে। 

কর্মাধ্যক্ষ নির্বাচন পর্বে জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম এবং স্থায়ী সমিতির সদস্যরা সহ জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।