Scrooling

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২১ জুলাই বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

Zilla Parishad পূর্ব বর্ধমান জেলা পরিষদে শান্তিপূর্ণভাবে কর্মাধ্যক্ষ নির্বাচন সম্পন্ন


 

 Zilla Parishad

পূর্ব বর্ধমান জেলা পরিষদে শান্তিপূর্ণভাবে কর্মাধ্যক্ষ নির্বাচন সম্পন্ন 
Jagannath Bhoumick
Sangbad Prabhati, 19 September 2023

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচন সম্পন্ন হলো আজ। জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা'র উপস্থিতিতে কর্মাধ্যক্ষ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) কাজল রায়। 

জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ রায়। পূর্ত ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মিঠু মাঝি। কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মেহেবুব মন্ডল। শিক্ষা, সংস্কৃতি তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শান্তনু কোনার। শিশু নারী উন্নয়ন জনকল্যাণ ও ত্রাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মাম্পি রুদ্র। বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নিত্যানন্দ ব্যানার্জী। খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন গুফরানা ইয়াসমিন। ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আরতি খান। মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শিশির মন্ডল। 

স্থায়ী সমিতিগুলির মধ্যে অর্থ, স্বাস্থ্য, উন্নয়ন ও পরিকল্পনা এই দপ্তরগুলি আপাতত সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এর হাতেই রয়েছে বলে জানা গেছে। 

কর্মাধ্যক্ষ নির্বাচন পর্বে জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম এবং স্থায়ী সমিতির সদস্যরা সহ জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।