Vice Chancellor
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. গৌতম চন্দ্র
Sangbad Prabhati, 4 September 2023
অভিরূপ আচার্য, বর্ধমান : রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. গৌতম চন্দ্র। বর্ধমান বিশ্ববিদ্যালয়েরই এই অধ্যাপক জুলোজি বিভাগের দায়িত্বে ছিলেন। সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই খবর এসে পৌঁছাতেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সুজিত চৌধুরী সহ অনান্যরা পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানোর পাশাপাশি সংবর্ধিত করেন নতুন উপাচার্য-কে।
সোমবার দায়িত্বভার গ্রহণ করার পর উপাচার্য ড. গৌতম চন্দ্র বলেন, ‘আমি এই বিশ্ববিদ্যালয়েরই দীর্ঘদিনের একজন শিক্ষক। ৩৮ বছর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে রয়েছি। দু'বছর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ৩৬ বছর শিক্ষকতার সুবাদে বিশ্ববিদ্যালয়ের একাধিক সমস্যার বিষয়ে জানি। চেষ্টা করব সকল কে সঙ্গে নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে সুনাম রয়েছে সেটাকে আরও প্রসারিত করতে।