Tourism Development
রাজ্যের পর্যটন মানচিত্রে পূর্ব বর্ধমানকে তুলে ধরতে উদ্যোগী জেলা প্রশাসন
Sangbad Prabhati, 13 September 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : রাজ্যের পর্যটন মানচিত্রে পূর্ব বর্ধমান জেলাকে তুলে ধরতে বিশেষ ভাবে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। প্রতিবেশী জেলা হুগলি, বাঁকুড়া, বীরভূম, নদীয়া জেলা পর্যটনের ক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকলেও আর পিছিয়ে থাকবে না পূর্ব বর্ধমান জেলা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া। জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলিকে নিয়ে একটি সুন্দর ভিডিও উপস্থাপিত করেছে পূর্ব বর্ধমান জেলার ট্যুরিজম ডিপার্টমেন্ট। জেলার পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরতে ১৩ সেপ্টেম্বর জেলা পর্যটন উন্নয়ন বিভাগের পক্ষ থেকে একটি ইউটিউব চ্যানেল চালু করা হলো।
জেলা শাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে মাউসের মাধ্যমে প্রজেক্টারের পর্দায় ক্লিক করে জেলার পর্যটন বিষয়ক ইউটিউব চ্যানেলটির উদ্বোধন করেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা। উপস্থিত ছিলেন জেলার পর্যটন উন্নয়ন আধিকারিক মহঃ হোসেন চৌধুরী ও জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল।
পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা জানান, এখন থেকে জেলার নিজস্ব ওয়েবসাইটে ঢুকে যে কোন কেউ ট্যুরিজমে সার্চ করলেই জেলার কোথায় কি দর্শনীয় আছে এবং কোথা থেকে কিভাবে যাওয়া যাবে, দূরত্ব কতটা ? এসব কিছুই জানতে পারবেন। জেলার পর্যটন দপ্তর সার্কিট ট্যুরিজম সিস্টেম গড়ে তুলছে। সরাসরি রাজ্যের পর্যটন দপ্তর কলকাতা থেকে বুক করে পর্যটকরা এসে সুন্দরভাবে জেলার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারবেন। শহর বর্ধমান থেকে শুরু করে আউসগ্রাম কালনা কাটোয়া সবমিলিয়ে বহু দর্শনীয় স্থান রয়েছে এই জেলায়।
জেলা পর্যটন উন্নয়ন আধিকারিক মহঃ হোসেন চৌধুরী বলেন, পর্যটনের ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলা, আজ থেকে আর পিছিয়ে নেই। জেলা প্রশাসন পর্যটকদের জন্য খুলে দিয়েছে দ্বার। এখন যে কোন কেউ চাইলেই জেলার পোর্টালে সার্চ করে পর্যটনের সম্পর্কে সার্বিক ধারণা পেতে পারেন।
আজ থেকে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পর্যটন বিষয়ক একটি ভিডিও আপলোড করা হয়েছে যা দেখলে যেকোনো কেউ জেলার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে বিশদ জানতে পারবেন।