Swachhata Avijan
স্বচ্ছতা অভিযানে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক
Sangbad Prabhati, 28 September 2023
অতনু হাজরা, জামালপুর : দেশ জুড়ে চলছে স্বচ্ছতা অভিযান। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, আগামী ২ অক্টোবর পর্যন্ত চলবে। সেই অভিযানে সামিল হলেন জামালপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভঙ্কর মজুমদার।
তিনি নিজে এবং জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ দামোদর নদের পার্শ্ববর্তী দুই পঞ্চায়েত বেরুগ্রাম ও পাঁচড়ায় যান দামোদর নদের তীরে যেখানে নিচু জায়গা জল জমে আছে সেই জায়গা গুলো নিজে হাতে পরিষ্কার করেন এবং নদী তীরে পড়ে থাকা প্লাস্টিক কুড়িয়ে নেন। পুরো এলাকা পরিষ্কার করেন।
বিডিও শুভঙ্কর মজুমদার এর এই অভিযানে সাদীপুর হাই স্কুলের ছাত্র ছাত্রীও অংশ নিয়েছিল। ২৭ সেপ্টেম্বর তিনি কার্যত শিক্ষকের ভূমিকা পালন করেন। পরিবেশ দূষণ এবং প্লাস্টিক দূষণ সম্পর্কে তাদের বিস্তারিত ভাবে বুঝিয়ে দেন। ছাত্র ছাত্রীরা এই স্বচ্ছতা অভিযানে অংশ নিয়ে বিডিও শুভঙ্কর মজুমদার এর ভূমিকায় অনুপ্রাণিত।