Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Putul Natok বর্ধমান দি পাপেটিয়ার্স এর আয়োজনে মঞ্চস্থ হলো পুতুল নাটক “অন্য সরোবর” এবং “সাত ভূত”



 Putul Natok 

বর্ধমান দি পাপেটিয়ার্স এর আয়োজনে মঞ্চস্থ হলো পুতুল নাটক “অন্য সরোবর” এবং “সাত ভূত”




Sangbad Prabhati, 8 September 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট সংবাদ প্রভাতী : বর্ধমান দি পাপেটিয়ার্স এর আয়োজনে হয়ে গেলো দুটি পুতুল নাটক “অন্য সরোবর” এবং “সাত ভূত”। গত ১ সেপ্টেম্বর বর্ধমান টাউন হলে দুটি পুতুল পুতুল নাটক সুখ্যাতির সাথে মঞ্চস্থ হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার, পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল, বর্ধমান পৌরসভার কাউন্সিলর সনৎ বক্সী। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত অতিথিদের সম্বর্ধনা জানানো হয়।

জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল বলেন, পূর্ব বর্ধমান জেলার গর্ব এই পুতুল নাটকের দল দি পাপেটিয়ার্স জেলার গণ্ডি ছাড়িয়ে দেশের নানা প্রান্তে পুতুল নাটক পরিবেশন করে চলেছে। নাট্য আকাদেমী সব সময় এই দলের পাশে আছে। সপ্তাহের মাঝে হলেও (শুক্রবার) দর্শক আসন ছিলো পরিপূর্ণ। নাটক দলের পক্ষ থেকে ছোটদের জন্য পুতুল বিক্রির স্টল করা হয়েছিল। আর ছিল বর্ধমান দি পাপেটিয়ার্স এর প্রকাশিত বই “পুতুল খেলা”। দর্শকদের অনেকে বলেন এই পুতুল নাটক দুটি তাদের শৈশব ফিরিয়ে দিলো। এদিন পুতুল নাটকের অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন নাটক ও ছোট পর্দার শিল্পী অনির্বাণ বিশ্বাস। 

নাটক দুটির মধ্যে “অন্য সরোবর" পুতুল নাটকটি তৈরী হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অধীন পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমীর আর্থিক সহায়তায়। পঞ্চতন্ত্রের গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন অতীশ মুখোপাধ্যায়, আবহ অনুপম রায়। “অন্য সরোবর" পুতুল নাটকটির নির্দেশনায় ছিলেন পার্থপ্রতিম পাল।

অন্যদিকে উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর গল্প অবলম্বনে "সাত ভুত" পুতুল নাটকটির নাট্যরূপ দিয়েছেন রুনু মুখোপাধ্যায়। আলো বাদল দাস, শ্রাব্যনাট্য নির্দেশনা অমিতাভ চন্দ্ৰ, আবহ পলাশ দাস এবং নাটকটির সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন পার্থপ্রতিম পাল।