Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Postal Service একটি ফোন কলেই গ্রাহকের দুয়ারে পৌঁছে যাবে পরিষেবা, ডাক বিভাগের নয়া উদ্যোগে চমক


 

Postal Service 

একটি ফোন কলেই গ্রাহকের দুয়ারে পৌঁছে যাবে পরিষেবা, ডাক বিভাগের নয়া উদ্যোগে চমক




Sangbad Prabhati, 15 September 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : একটি ফোন কলের মাধ্যমেই ডাক বিভাগের পরিষেবা। এমনই প্রকল্প আসছে ডাক বিভাগে। নতুন পরিষেবার প্রচার শুরু হয়েছে। পোস্ট অফিসের সকল প্রকল্পের পরিষেবা গ্রাহকের দুয়ারে পৌঁছে দিতে প্রস্তুত ডাক কর্মচারীরা। ১৫ সেপ্টেম্বর বর্ধমানের মুখ্য ডাকঘরে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ডাক কমিউনিটি ডেভলপমেন্ট প্রোগ্রামের (DCDP) সূচনা হলো। জেলার সাতটি সাব ডিভিশনে শিবিরের মাধ্যমে পরিসেবা দেওয়া হবে। আজ এই কর্মসূচির সূচনা হলো। ডাক বিভাগের প্রায় দু'ডজন প্রকল্প এখন মানুষ বাড়িতে বসে গ্রহণ করতে পারবেন।

 এমনটাই জানালেন ডাক বিভাগের সহ অধীক্ষক সন্দীপ মন্ডল। তিনি বলেন, আগামী ৩রা অক্টোবর থেকে বিভিন্ন জায়গায় শিবিরের মাধ্যমে ডাক কর্মচারীরা মানুষের কাছে পৌঁছে দেবেন ডাক বিভাগের নানান পরিষেবা। এর মাধ্যমে মানুষের আরো কাছে পৌঁছে যাবে ডাক বিভাগ। ডাক বিভাগের বিভিন্ন জনমুখী প্রকল্প গুলো মধ্যে রয়েছে মহিলা সম্মান নিধি প্রকল্প, সুকন্যা সমৃদ্ধি যোজনা, আধার লিঙ্ক এর মাধ্যমে লেনদেন এমন কি আপনার বাড়ি থেকে আপনার প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন ডাক বিভাগের কর্মীরা। পোস্ট অফিসের যে কোনও পরিষেবা আগামী ৩ সেপ্টেম্বর থেকে ঘরে বসেই পাবেন।