New SP
পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার পদে আসছেন আইপিএস আমনদীপ
Sangbad Prabhati, 12 September 2023
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্য পুলিশের আইপিএস'দের ব্যাপক রদবদল হল। বিভিন্ন জেলার পুলিশ সুপার পদে ও রদবদল হয়েছে। পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার পদে আসছেন হুগলি জেলার (গ্রামীণ) পুলিশ সুপার আইপিএস আমনদীপ। পূর্ব বর্ধমান জেলার বর্তমান পুলিশ সুপার আইপিএস কামনাশিস সেন হুগলি জেলার (গ্রামীণ) পুলিশ সুপার পদে যাচ্ছেন।