চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

New DM পূর্ব বর্ধমানের জেলা শাসক পদে আসছেন পূর্ণেন্দু কুমার মাঝি


 

New DM

পূর্ব বর্ধমানের জেলা শাসক পদে আসছেন পূর্ণেন্দু কুমার মাঝি 




Sangbad Prabhati, 12 September 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : জেলাশাসক পদে রদবদল। পূর্ব বর্ধমানের জেলাশাসক পদে আসছেন পূর্ণেন্দু কুমার মাঝি। তিনি বর্তমানে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদে রয়েছেন। এদিকে পূর্ব বর্ধমানের জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা বদলি হয়ে যাচ্ছেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরে। আজই নির্দেশিকা প্রকাশিত হয়েছে এবং শীঘ্রই এই বদলির আদেশ কার্যকর হবে বলে জানা গেছে।