Denge attack
ডেঙ্গু আক্রান্তের বাড়িতে পঞ্চায়েত প্রধান
Atanu Hazra
Sangbad Prabhati, 24 September 2023
Sangbad Prabhati, 24 September 2023
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের পাঁচড়া গ্রামের পাঁড়ুইপাড়ার হীরালাল বাগ যিনি কর্মসূত্রে কলকাতায় থাকতেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল তিনি বাড়ি ফিরলে আজ তাঁর বাড়িতে পৌঁছান পাঁচড়া পঞ্চায়েত প্রধান বিকাশ পাকড়ে। ছিলেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস, আশা কর্মী সহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা।
তাঁর বাড়িতে মশা প্রতিরোধক স্প্রে করানো হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। বিকাশ বাবু জানান, তিনি নৈতিকতার দিক থেকেই হীরালাল বাবুর বাড়িতে এসেছেন। তাঁর বাড়ির চারপাশে দেখা হয়েছে কোনো জল জমে আছে কিনা।
মশা প্রতিরোধক স্প্রেও করানো হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। তিনি আরো বলেন পঞ্চায়েতের অধীনে সমস্ত গ্রামেই এই স্প্রে করানো হচ্ছে। তিনি হীরালাল বাবুর পাশে থাকার আশ্বাস দেন।