চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

Dead body recoverd পচা-গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, পুলিশী তদন্ত শুরু


 

Dead body recoverd

পচা-গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, পুলিশী তদন্ত শুরু 


Kajal Mitra
Sangbad Prabhati, 22 September 2023

কাজল মিত্র, বারাবনি : পচা-গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বরাবনি এলাকায়।ঘটনাটি ঘটেছে বারাবনি থানার দোমহানি শর্মা পাড়া ভুলুনিয়া এলাকায়। 

স্থানীয় মানুষজন পুকুরের জলে মৃতদেহ ভাসতে দেখে বারাবনি থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বারাবনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। 

 পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। মৃত দেহে পচন শুরু হয়েছে গিয়েছে। এটা খুন না আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্ট এলেই জানা যাবে। তবে বারাবনি পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।