জামালপুর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন
Atanu Hazra
Sangbad Prabhati, 14 September 2023
Sangbad Prabhati, 14 September 2023
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলো আজ। পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি নির্বাচন আগেই হয়ে গিয়েছিল। সভাপতি নির্বাচিত হয়েছেন পূর্ণিমা মালিক ও সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ভূতনাথ মালিক। আজ বিডিও শুভঙ্কর মজুমদার এর উপস্থিতিতে নতুন বোর্ডের কর্মাধ্যক্ষরা নির্বাচিত হলেন। পূর্ত কর্মধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মেহেমুদ খান, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস, বন ও ভূমি কর্মাধ্যক্ষ মইদুল ইসলাম শেখ, জন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ দেবু হেমব্রম, খাদ্য কর্মাধ্যক্ষ শ্রীমন্ত সাঁতরা, মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ সুনীল ধারা, নারী ও শিশু কর্মাধ্যক্ষ মিঠু ঢালী, শিক্ষা কর্মাধ্যক্ষ শ্রীমন্ত রায়, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিপ্রা ওঝা ঘোষ। নতুন বোর্ড খুব দ্রুত কাজ শুরু করবে বলে জানান।