Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

জন্মদিনে বর্ণপরিচয়ের জনককে স্মরণ করলো বর্ধমান সাহিত্য পরিষদ


 

জন্মদিনে বর্ণপরিচয়ের জনককে স্মরণ করলো বর্ধমান সাহিত্য পরিষদ 




Sangbad Prabhati, 26 September 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বঙ্গীয় সাহিত্য পরিষদ এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এর ২০৪ তম জন্মদিবস যথাযত মর্যাদার সাথে পালিত হলো নিজস্ব ভবনে। বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠান চলে। কবি, লেখক, সাহিত্যিক, সংগীত শিল্পীদের অনেকের উপস্থিতিতে মনোরম অনুষ্ঠান হয়। 

সাহিত্য পরিষদের সহ সম্পাদক উদিত সিংহের সুচারু পরিচালনায় প্রথমে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন সংস্থার সভাপতি আইনজীবী মুরারি মোহন কুমার। সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী সহ উপস্থিত সমস্যারা। বর্ণপরিচয়ের জনক, মহান সাহিত্যিক, সমাজ সংস্কারক, বিদ্যাসাগর এর জীবনী নিয়ে আলোচনা করেন সভাপতি মুরারি মোহন কুমার, সাহিত্যিক সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী, অধ্যাপক সুজিত চট্টোপাধ্যায়, গবেষক বিদ্যাভূষণ ভট্টাচাৰ্য, শিক্ষক সঞ্জীব চক্রবর্তী, দেবনাথ মুখার্জি, মৃদুল কুমার মিত্র, কল্পনা রায়, অনন্ত মন্ডল। 

সংগীত পরিবেশন করেন রুবি আজমী, স্বাতী ব্যানার্জী, রীতা সাউ, শুভ্রা সরকার, মুক্তা রায়, স্মৃতি কণা রায়, মিলি সান্যাল, সবিতা চট্টোপাধ্যায়। কবিতা পাঠে অংশ নেন তাপস ভূষণ সেনগুপ্ত, সুষমা মিত্র, দীপেন্দ্র নাথ শীল, সুজাতা দাস, তারা সরকার, রীনা কুন্ডু, রাখী সৎপতি প্রমুখ। শুরুতেই সাহিত্য পরিষদের সহ সভাপতি সাহিত্যিক নিতাই মুখার্জী স্বাগত ভাষণ দেন। বহুজনের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয়।