Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জন্মদিনে বর্ণপরিচয়ের জনককে স্মরণ করলো বর্ধমান সাহিত্য পরিষদ


 

জন্মদিনে বর্ণপরিচয়ের জনককে স্মরণ করলো বর্ধমান সাহিত্য পরিষদ 




Sangbad Prabhati, 26 September 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বঙ্গীয় সাহিত্য পরিষদ এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এর ২০৪ তম জন্মদিবস যথাযত মর্যাদার সাথে পালিত হলো নিজস্ব ভবনে। বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠান চলে। কবি, লেখক, সাহিত্যিক, সংগীত শিল্পীদের অনেকের উপস্থিতিতে মনোরম অনুষ্ঠান হয়। 

সাহিত্য পরিষদের সহ সম্পাদক উদিত সিংহের সুচারু পরিচালনায় প্রথমে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন সংস্থার সভাপতি আইনজীবী মুরারি মোহন কুমার। সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী সহ উপস্থিত সমস্যারা। বর্ণপরিচয়ের জনক, মহান সাহিত্যিক, সমাজ সংস্কারক, বিদ্যাসাগর এর জীবনী নিয়ে আলোচনা করেন সভাপতি মুরারি মোহন কুমার, সাহিত্যিক সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী, অধ্যাপক সুজিত চট্টোপাধ্যায়, গবেষক বিদ্যাভূষণ ভট্টাচাৰ্য, শিক্ষক সঞ্জীব চক্রবর্তী, দেবনাথ মুখার্জি, মৃদুল কুমার মিত্র, কল্পনা রায়, অনন্ত মন্ডল। 

সংগীত পরিবেশন করেন রুবি আজমী, স্বাতী ব্যানার্জী, রীতা সাউ, শুভ্রা সরকার, মুক্তা রায়, স্মৃতি কণা রায়, মিলি সান্যাল, সবিতা চট্টোপাধ্যায়। কবিতা পাঠে অংশ নেন তাপস ভূষণ সেনগুপ্ত, সুষমা মিত্র, দীপেন্দ্র নাথ শীল, সুজাতা দাস, তারা সরকার, রীনা কুন্ডু, রাখী সৎপতি প্রমুখ। শুরুতেই সাহিত্য পরিষদের সহ সভাপতি সাহিত্যিক নিতাই মুখার্জী স্বাগত ভাষণ দেন। বহুজনের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয়।