Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

ক্রীড়া শিক্ষকের অবসর, বিদায় বেলায় আবেগ বিহ্বল সকলেই


 

ক্রীড়া শিক্ষকের অবসর, বিদায় বেলায় আবেগ বিহ্বল সকলেই 




Sangbad Prabhati, 30 September 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দীর্ঘ ১৯  বছর জড়িয়ে ছিলেন বিদ্যালয়ের খেলাধূলার সঙ্গে৷ শনিবার নিজের কর্ম জীবন থেকে অবসর নিলেন বর্ধমান টাউন স্কুলের ক্রীড়া শিক্ষক প্রবীর কুমার ঘোষ। নিজে হাতে গড়ে তুলেছেন অনেক ছাত্রকে৷ স্কুলের খেলার মাঠ থেকে স্কুলের বাইরে খেলা মানেই ছাত্রদের নিয়ে প্রবীর স্যার এর দায়িত্ব সকলেরই জানা ছিল৷ তার অবসর বর্ধমান টাউন স্কুলের ছাত্ররা যেন মেনেই নিতে পারছে না৷ বিদায় মূহুর্তে সহ কর্মী শিক্ষক থেকে ছাত্ররা ভারাক্রান্ত৷ প্রিয় প্রবীর স্যার এর হাতে  ছোট্ট চারাগাছ তুলে দিলেন সহ কর্মী শিক্ষক আবীর সামন্ত৷ স্মৃতি চারন করলেন সহ কর্মী শিক্ষক বিকাশ রায় থেকে বর্তমান ছাত্ররা৷ খেলা ধুলায় বর্ধমান টাউন স্কুলকে তিনি নিয়ে গিয়েছিলেন অনেকটাই ওপরে। ২৮ এপ্রিল ২০০৪ সালে বর্ধমান টাউন স্কুলে যোগ দিয়ে ছিলেন প্রবীর কুমার ঘোষ৷ দীর্ঘ সময় কাটিয়ে দিলেন স্কুলের স্পোটর্স অ্যান্ড গেমস নিয়ে। ভালো লেখা পড়া করলেই হবে না৷ শরীর কে যত্ন করার কথা সব ছাত্রকেই বলে যেতেন প্রবীর স্যার। নিজের কর্ম জীবন থেকে বিদায় নেওয়ার মূহুর্তে তিনি জানিয়ে গেলেন অবসরতো নিতেই হতো৷ প্রস্তুত ছিলাম৷ সবাইকেই একদিন অবসর নিতেই হয়৷ এটা আমিও মেনেই নেবো। তবু কোথাও যেন চোখের ফাঁকে একটু জল চিক চিক করে উঠছিল।