Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর হচ্ছেন দেবু টুডু, কো-মেন্টর মহঃ ইসমাইল, স্থায়ী সমিতি জানতে ক্লিক করুন


 

পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর হচ্ছেন দেবু টুডু, কো-মেন্টর মহঃ ইসমাইল, স্থায়ী সমিতি জানতে ক্লিক করুন 




Jagannath Bhoumick
Sangbad Prabhati, 4 September 2023

জগন্নাথ ভৌমিক বর্ধমান : সব জল্পনার অবসান। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারী সভাপতির পর এবার স্থায়ী সমিতি গঠন হবে আজই। আর কয়েক ঘণ্টা পরই স্থায়ী সমিতির সদস্যদের নাম ঘোষণা করা হবে। কর্মাধ্যক্ষদের নাম আগামী ১৮ সেপ্টেম্বর ঘোষণা হওয়ার কথা কিন্তু ইতিমধ্যেই একটি তালিকা সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঝড় তুলেছে। সেই তালিকার প্রথমেই রয়েছে দেবু টুডুর নাম যিনি এবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর হচ্ছেন। কো-মেন্টর মহঃ ইসমাইল, অধ্যক্ষ অপার্থিব ইসলাম, উপাধ্যক্ষ কানিজ রসুল। যদিও এই তালিকার সত্যতা যাচাই করার সুযোগ হয়নি।


স্থায়ী সমিতিগুলির মধ্যে অর্থ স্বাস্থ্য উন্নয়ন ও পরিকল্পনা এই দপ্তরগুলি সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এর হাতে থাকবে বলেই জানা গেছে। জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির সদস্যরা হচ্ছেন বিশ্বনাথ রায়, মহঃ অপার্থিব ইসলাম, সুশান্ত কুমার সাহা মনিকা বাগ। পূর্ত ও পরিবহন স্থায়ী সমিতির সদস্যরা হলেন মিঠু মাঝি, নুরনাহার খাতুন, মোহাম্মদ তামিজ উদ্দিন কুদুর এবং ছন্দা সিংহ রায়। কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির সদস্যরা হলেন মেহেবুব মন্ডল, ঝুমা কৈবর্ত, আরতি খান ও ফাত্তার কোয়েল। শিক্ষা, সংস্কৃতি তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতির সদস্যরা হলেন শান্তনু কোনার, সেলিনা খাতুন, বাসন্তী চৌধুরী ও সুচরিতা মাজিল্যা। শিশু নারী উন্নয়ন জনকল্যাণ ও ত্রাণ স্থায়ী সমিতির সদস্যরা হলেন মাম্পি রুদ্র, আরতি খান, লক্ষ্মী প্রধান বারিক ও সায়রা বানু। বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতির সদস্যরা হলেন নিত্যানন্দ ব্যানার্জী, বিশ্বনাথ রায়, মন্দিরা দলুই ও সুশান্ত কুমার সাহা। খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতির সদস্যরা হলেন গুফরানা ইয়াসমিন, সেলিনা খাতুন, রাজু বাগদী ও ছন্দা সিংহ রায়। ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতির সদস্যরা হলেন আরতি খান, অর্পিতা মুর্মু, রুমা দাস ও মুনমুন মুখার্জী। মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ স্থায়ী সমিতির সদস্যরা হলেন শিশির মন্ডল, কমল মাঝি মুনমুন মুখার্জী ও অরুণ রায়।