Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাস্তা ও নর্দমার নোংরা আবর্জনা পরিষ্কার করাতে পথে নামলেন পঞ্চায়েত সমিতির সভাপতি


 

রাস্তা ও নর্দমার নোংরা আবর্জনা পরিষ্কার করাতে পথে নামলেন পঞ্চায়েত সমিতির সভাপতি 




Kajal Mitra
Sangbad Prabhati, 27 September 2023

কাজল মিত্র, পশ্চিম বর্ধমান : নিয়মিত সাফাইয়ের অভাবে কোথাও নর্দমার জল উপচে পড়ছে রাস্তায়, কোথাওবা আবার দোকান, বাড়িতে ঢুকে পড়ছে নোংরা জল— এমনই অভিযোগ দোমহানি বাজার - এলাকার বাসিন্দাদের একাংশের। তাছাড়া যেভাবে দিনের পর দিন ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে সেই কথা মাথায় রেখে বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ ও বারাবনি বিডিও সৌমিত্র প্রতিম প্রধান যুদ্ধকালীন তৎপরতায় নিজে দোমহানি বাজার এলাকা ঘুরে দেখেন।

দোমহানি বাজার এলাকার দু'পাশের নালায় জমে থাকা জলে ডেঙ্গুর প্রকোপ দেখা দিতে পারে। তাই বারাবনি ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি ও পুলিশ প্রশাসন এক যোগে দোমহানি বাজার এলাকার সমস্ত ড্রেন পরিষ্কার করানোর বিশেষ উদ্যোগ গ্রহন করেন। এদিন বারাবনি ব্লক আধিকারিক সৌমিত্র প্রতিম প্রধান ও বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ সহ বারাবনি থানার আধিকারিক মনোরঞ্জন মন্ডল নিজে দাঁড়িয়ে থেকে সাফাই কর্মীদের দিয়ে রাস্তার দুপাশে নর্দমায় জমে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করান। একই সাথে কোথাও যাতে জল জমে এডিস মশা বংশ বৃদ্ধি করতে না পারে তার জন্যে সচেতনতা মূলক প্রচার চালানো হয়। 

  তবে এই রাস্তাটি যেভাবে দিনের পর দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে, সমস্ত দোকানদারেরা তাদের দোকানের জিনিসপত্র রাস্তার পাশে রাখছে তাতে নালাটিও বুঝে যাচ্ছে। দোকানের নোংরা আবর্জনা সমস্ত নালায় ফেলে দেওয়ার ফলেই নালা বুঁজে যাচ্ছে। সেই কারণে জল বেরোতে পারছে না। স্থানীয় দোকানদার সহ সমস্ত এলাকাবাসীকে জানানো হয়েছে যে দোকানের নোংরা সামগ্রী নালায় যেন না ফেলে।

এদিন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সিংহ জানান যেভাবে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে তাতে আমাদের সকলেরই কর্তব্য এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তাছাড়া নোংরা জল কোথাও জমতে দেওয়া চলবে না। আমাদের প্রশাসন ও দলের তরফ থেকে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে তবুও সকল নাগরিককেও এবিষয়ে আরো বেশি করে জোর দিতে হবে যাতে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এ দিনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।