করম পূজা উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি
Sangbad Prabhati, 25 September 2023
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমানের নবাবহাটের তালপুকুর আদিবাসীপল্লীতে "আমার পাঠশালা"-র উদ্যোগে করম পূজা উপলক্ষে পালিত হলো বৃক্ষরোপন কর্মসূচি। এই অনুষ্ঠানে পাঠশালার ৫০ জন দুঃস্থ ছাত্র-ছাত্রীদের ও তাদের অভিবাবকদের মধ্যে মিষ্টান্ন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা গান ও আবৃত্তি পরিবেশন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন, তপন পাল, অতনু ঘোষ, সন্দীপ পাঠক। "আমার পাঠশালা"-র সম্পাদক সন্দীপ পাঠক জানান, আমরা সারাবছরই এই এলাকায় বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করে থাকি, আজকের এই পবিত্র দিনে এখানকার মানুষজনের সাথে উপস্থিত থাকতে পেরে আমরা কৃতজ্ঞ ও আনন্দিত। ছোটো ছোটো শিশুরা এবং তাদের অভিবাবকরা মহাসমারোহে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।