Scrooling

নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২১ জুলাই বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

জাতীয় যোগাসোনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করলো পূর্ব বর্ধমানের চার জন প্রতিযোগী


 

জাতীয় যোগাসোনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করলো পূর্ব বর্ধমানের চার জন প্রতিযোগী
Sangbad Prabhati, 15 September 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : অল বেঙ্গল যোগাসোনা স্পোর্টস অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বীরভূম জেলার বোলপুরে ভারত সেবাশ্রম সঙ্ঘের ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো চতুর্থ রাজ্য যোগাসোনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। পূর্ব বর্ধমান জেলার চার জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে সেরার শিরোপা অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছে৷ 

 'জুনিয়র গার্লস' বিভাগের আর্টিস্টিক সিঙ্গল' ইভেন্টে প্রথম স্থান অর্জন করে শহর বর্ধমানের গৌতমী দাস। 'আর্টিস্টিক পেয়ার' ইভেন্টে সাথী মণ্ডলের সঙ্গে নেমেও প্রথম স্থান অর্জন করে গৌতমী। 

জুনিয়র বয়েজ বিভাগে ট্রাডিশনাল ও আর্টিস্টিক যোগায় প্রথম হয়েছে রাজদীপ দালাল৷ সিনিয়র বালিকা বিভাগে আর্টিস্টিক যোগাসোনায় প্রথম হলেন শরবর্শী মন্ডল। এছাড়াও শরবর্শী ট্রাডিশনাল যোগাসোনায় দ্বিতীয় স্থান লাভ করেছে। পূর্ব বর্ধমানের এই চার জন প্রতিযোগী যোগ্যতা অর্জন করলো ন্যাশানাল যোগাসোনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে৷

গৌতমীর প্রশিক্ষক প্রীতিলতা বন্দোপাধ্যায় জানান, "বিভিন্ন প্রতিবন্ধকতাকে জয় করে গৌতমী যে ভাবে এগিয়ে চলেছে, তাতে ওর জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। আশা করব প্রশাসন পাশে দাঁড়ালে আগামী দিনে আন্তর্জাতিক স্তরে দেশের মুখ উজ্জ্বল করবে গৌতমী ও সাথী।"

অন্যদিকে কালনার তরুন সংঘের ছাত্র ছাত্রীদের সাফল্যে খুশি তাদের কোচ স্বপনা পাল ও সৌমেন দাস৷ রাজ্য যোগাসোন প্রতিযোগীতার সভাপতি প্রসূন গুপ্ত জানান, জাতীয় স্তরে নির্বাচনের জন্য এই প্রতিযোগিতা ছিল বেশ কঠিন৷ প্রতিযোগিতায় সারা বাংলা থেকে ৫৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছিল।