BJP District Committee
লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির জেলা কমিটি পুনর্গঠন
Sangbad Prabhati, 11 September 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি সাংগঠনিক ক্ষেত্রে দলকে শক্তিশালী করতে ছক সাজাতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই বর্ধমান সদর সাংগঠনিক জেলায় নতুন করে তাদের জেলা কমিটি গঠন করা হয়েছে। যদিও এখন বর্ধমান সদর সাংগঠনিক জেলা শুধু বর্ধমান উত্তর এবং দক্ষিণ মহকুমার মধ্যেই সীমাবদ্ধ নেই। বিজেপির এই সাংগঠনিক জেলা এখন দুর্গাপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আর বর্ধমান সাংগঠনিক জেলায় অভিজিৎ তা-কে জেলা সভাপতি পদে বসিয়ে বর্ধমান সদর সাংগঠনিক জেলা পুনর্গঠন করা হয়েছে। জেলার মূল কমিটিতে রয়েছেন ২৩ জন। এছাড়া কমিটির সদস্য তালিকায় স্থান পেয়েছেন ৬৮ জন। এক নজরে দেখে নেওয়া যাক বর্ধমান সদর সাংগঠনিক জেলায় কার্যকর্তাদের মধ্যে কারা স্থান পেয়েছেন।
জেলার সভাপতি পদে পুনরায় এসেছেন অভিজিৎ তা (বর্ধমান দক্ষিণ)। ৮ জন সহ-সভাপতির মধ্যে রয়েছেন রামন শর্মা (গলসি), সঞ্জীব সেন (ভাতার), রামব্রত চ্যাটার্জী (বর্ধমান দক্ষিণ), চন্দ্রশেখর ব্যানার্জী (দুর্গাপুর পশ্চিম), সহদেব রায় (গলসি), মনীষা শিকদার (দুর্গাপুর), তন্ময় কুমার মন্ডল (বর্ধমান উত্তর)ও সৌগত দে (মন্তেশ্বর)। চারজন সাধারণ সম্পাদকের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট আশিস পাল (বর্ধমান দক্ষিণ), শর্মিষ্ঠা হীরা দত্ত (বর্ধমান দক্ষিণ), অভিজিৎ দত্ত (দুর্গাপুর পশ্চিম) এবং বিশ্বজিৎ পোদ্দার (মন্তেশ্বর) । ৮ জন সম্পাদকের মধ্যে রয়েছেন অমিতাভ সেন (দুর্গাপুর পশ্চিম), গৌতম চক্রবর্তী (গলসি), মনোজ মাহাতো (বর্ধমান উত্তর), সুচিস্মিতা হাটি (ভাতার), মমতা রাজমল্ল বর্ধমান উত্তর), বিশ্বজিৎ সেন (বর্ধমান দক্ষিণ), সৈকত পাঁজা (মন্তেশ্বর) ও জয়দেব সরকার (দুর্গাপুর পশ্চিম)। বর্ধমান সদর সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ পদে এসেছেন ডাঃ গৌতম ভট্টাচার্য (বর্ধমান দক্ষিণ)। অফিস সম্পাদক হয়েছেন আশিস ধারা (বর্ধমান দক্ষিণ)। এছাড়া বর্তমান সদর সাংগঠনিক জেলার কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন আরো ৬৮ জন।