Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Amar Pathshala "আমার পাঠশালা" তৃতীয় বর্ষে, প্রতিষ্ঠা দিবসে দুঃস্থ ও সুবিধা বঞ্চিতদের নিয়ে অনুষ্ঠান


 

Amar Pathshala 


"আমার পাঠশালা" তৃতীয় বর্ষে, প্রতিষ্ঠা দিবসে দুঃস্থ ও সুবিধা বঞ্চিতদের নিয়ে অনুষ্ঠান 




Sangbad Prabhati, 17 September 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : গুটি গুটি পায়ে পথ চলতে চলতে স্বমহিমায় তৃতীয় বর্ষে পদার্পন করলো ৫০ জন দুঃস্থ, সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের কল্যাণকর্মে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা "আমার পাঠশালা"। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুর আদিবাসীপল্লীতে "আমার পাঠশালা" প্রাঙ্গনে ৫০ জন দুঃস্থ, সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের মধ্যে বিতরণ করা হয় কেক, লাড্ডু ও পেন। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী ও সমাজসেবী শ্যামাপ্রসাদ চৌধুরী, সেখ জাহাঙ্গীর, ছোট্ট অতিথি অঙ্কিতা রানা ও "আমার পাঠশালা"-র সদস্যবৃন্দ। 

এইদিন পাঠশালার শিশুদের এবং আগত অতিথিদের দ্বারা আবৃত্তি ও সংগীতের মাধ্যমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। "আমার পাঠশালা"-র সভাপতি মিন্টু পান্ডে ও সম্পাদক সন্দীপ পাঠক জানান, আমরা সারাবছরই দুঃস্থ, সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করার পাশাপাশি খেলাধুলা, আবৃত্তি, অঙ্কন ইত্যাদির ব্যবস্থা করি এবং সেইসঙ্গে তাদের পুষ্টির কথা বিবেচনা করে বিভিন্ন সময়ে "পুষ্টির দিশা" কর্মসূচি পালন করি। এছাড়াও শীতের সময় দুঃস্থ মানুষজনকে কম্বল প্রদান, দুঃস্থ শিশুদের পরিধেয় বস্ত্র প্রদান, দুঃস্থ ব্যক্তিদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সহায়তা প্রদান, বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করি। বিভিন্ন স্বহৃদয় ব্যক্তি ও সমাজসেবী আমাদের পাশে দাঁড়িয়েছেন, সকলের আশীর্বাদ ও শুভেচ্ছা নিয়ে "আমার পাঠশালা" এগিয়ে চলুক এবং ফুলে-ফলে-পল্লবে বিকশিত হয়ে উঠুক।