Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Vindhyagiri inaugurate by President of India ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নৌবাহিনীর ষষ্ঠ জাহাজ বিন্ধ্যগিরি'র উদ্বোধন করলেন


 

Vindhyagiri inaugurate by President of India

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নৌবাহিনীর ষষ্ঠ জাহাজ বিন্ধ্যগিরি'র উদ্বোধন করলেন 




Sangbad Prabhati, 17 August 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রজেক্ট ১৭ আলফা ফ্রিগেটস বিন্ধ্যগিরি ভারতীয় নৌবাহিনীর ষষ্ঠ জাহাজ উদ্বোধন করলেন বৃহস্পতিবার। কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড থেকেই নতুন জাহাজ বিন্ধ্যগিরি যাত্রা শুরু করে। এদিন বিন্ধ্যগিরির উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনুষ্ঠানে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৭ আগস্টের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, বিন্ধ্যগিরির উদ্বোধন ভারতের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে অগ্রগতির দিশা দেখায়। এটি দেশীয় জাহাজ নির্মাণের মাধ্যমে আত্মনির্ভর ভারতের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে একটি পদক্ষেপ। প্রকল্প ১৭-এ–র অঙ্গ হিসেবে বিন্ধ্যগিরি স্বনির্ভরতা এবং প্রযুক্তিগত অগ্রগতির প্রতি আমাদের অঙ্গীকার এর প্রতিফলন। এই প্রকল্পের মাধ্যমে দেশজ উদ্ভাবনের দ্বারা অত্যাধুনিক প্রযুক্তি বিকাশের সংকল্প প্রকাশিত হয়। 

রাষ্ট্রপতি বলেন, বর্তমানে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। আমরা অদূর ভবিষ্যতে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পৌঁছানোর প্রয়াস চালাচ্ছি। তিনি আরও বলেন, ক্রমবর্ধমান অর্থনীতি বলতে বোঝায় আরও বেশি পরিমাণে বাণিজ্য এবং সমুদ্রের মাধ্যমে বাণিজ্য পণ্যের পরিবহণ, যা আমাদের সমৃদ্ধি এবং কল্যাণে সমুদ্রের গুরুত্বকে তুলে ধরে। 

  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরও বলেন, ভারত মহাসাগর অঞ্চল ও বৃহত্তর ভারত-প্রশান্ত মহাসাগরে নিরাপত্তার অনেক দিক রয়েছে এবং নিরাপত্তা সংক্রান্ত হুমকির মোকাবিলায় নৌবাহিনীকে সর্বদা সক্রিয় থাকতে হবে। 

উল্লেখ্য ভারতীয় নৌবাহিনীর স্টিলথ জাহাজ  আগেরগুলির নাম আইএনএস নীলগিরি, উদয়গিরি, হিমগিরি, তারাগিরি ও দুনগিরি। আগেরগুলোর সঙ্গে তাল মিলিয়ে বিন্ধ্যগিরি নামকরণ করা হয়েছে। বিন্ধ্যগিরি একটি পর্বতশ্রেণী।