Rakhi Bandhan
জামালপুরে সাড়ম্বরে পালিত রাখী পূর্ণিমা
Sangbad Prabhati, 30 August 2023
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে সাড়ম্বরে পালিত হল রাখি পূর্ণিমা উৎসব। জামালপুর পুল মাথায় পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ-সভাপতি ভুতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সদস্য মেহেমুদ খান, জামালপুর ১ পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল, জেলা পরিষদের সদস্য শোভা দে, কল্পনা সাঁতরা, ব্লকের যুব কল্যাণ দপ্তরে অফিসার অনুপম চ্যাটার্জী সহ অন্যান্যরা। প্রথমেই পুল মাথায় নজরুল ইসলামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক অলক কুমার মাঝি, মেহেমুদ খান ও ভূতনাথ মালিক। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের ছবিতে মাল্যদান করা হয়। তারপরে উপস্থিত সকলকে পথ চলতি মানুষের হাতে ও স্থানীয় ব্যবসাদারদের হাতে ভাতৃত্বের বন্ধন হিসেবে রাখি পরিয়ে দেওয়া হয়।
পরে জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিসের সামনে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসবে সকলের সাথে মিলিত হন বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক সহ দলের কর্মীরা। ঐতিহ্য অনুসারে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন বোনেরা।
জৌগ্রামে জৌগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। জৌগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল কান্তি মন্ডল, প্রধান মল্লিকা মণ্ডল উপপ্রধান শাজাহান মন্ডল জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রেজাউল হক, তারক টুডু সহ অন্যান্যরা পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে দেন।
এছাড়াও জামালপুরের দুটি স্বেচ্ছাসেবী সংস্থা সংগঠন ও সাহায্যের হাত তারাও রাখি পূর্ণিমার দিনে জামালপুর হাসপাতাল, জামালপুর থানা সহ নিজেদের এলাকায় সৌভ্রাতৃত্বের প্রতীক হিসেবে পারস্পরিক রাখি পরিয়ে দেয়।
পাড়াতল ১পঞ্চায়েতের পক্ষ থেকে সাহাপুর মোড়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। সেখানে প্রধান কামিনী কুমুদ ঘোষ, উপ প্রধান উত্তম হাজারী সহ পঞ্চায়েত অফিসের সেক্রেটারি শংকর চক্রবর্তী সহ অন্যান্য স্টাফেরা উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে সম্প্রীতির রাখি পরিয়ে দেন।