Moon
চাঁদ
🟣 দিলীপ রঞ্জন ভাদুড়ি
চাঁদ মামা রাগ করেছে
এত জায়গা পাবে কোথা
চার ভাগ্নে চলে এলো
সবাই চাইছে থাকবে হেথা।
আমার কাছে কি কি আছে
সবাই চাইছে জানতে সেটা
মামার সম্পত্তি কত পরিমান
সব ভাগ্নের ভাগের কথা!
ভালোই ছিলাম বুড়ির সাথে
সে কাটতো চরকা একা,
কেউ নিতনা খবর আমার
চন্দ্র গ্রহণের কুফল যেথা।
পৃথিবীতে বাস করে সব
মানুষ গুলো ছিল বোকা,
বিজ্ঞান ঢুকে তাঁদের মাথায়
আমায় এখন দিচ্ছে ধোকা।
সুমেরু টাই দেখতে পেত
কুমেরু ছিল অন্ধকারে,
কোথা থেকে ইসরো এসে
কুমেরু টাকেও নিল কেড়ে।
কেউ শুনবে না ধর্ম কথা
নবগ্রহ কবজ করবে না পাঠ
লুট তারাজ শুরু হবে এখন
মামার সম্পত্তি হবে লুটপাট।
####
লেখক : আইনজীবী ও অবসরপ্রাপ্ত ডেপুটি পুলিশ সুপার।