Khudiram Basu
শহীদ দিবস উদযাপনে রোড রেস
Sangbad Prabhati, 9 August 2023
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ১৯০৮ সালের ১১ আগস্ট বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। বিপ্লবীর শহীদ হওয়ার এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই ৯ আগস্ট থেকে তিন দিনের কর্মসূচি পালনে উদ্যোগী হয়েছে।
ডিওয়াইএফআই এর পূর্বস্থলি ১ ব্লকের অন্তর্গত সমুদ্রগড় ইউনিট কমিটির উদ্যোগে ৯ আগস্ট জালুইডাঙা থেকে নিমতলা ফুটবল ময়দান পর্যন্ত রোড রেস হয়। তারপর এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা হয়।
১০ আগস্ট কাঞ্চনতলা নবারুণ সঙ্ঘ প্রাঙ্গণে রক্তদান শিবির আয়োজিত হচ্ছে। ১১ আগস্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে শহীদ দিবস উদযাপন।